মেদিনীপুর, 2 জানুয়ারি: আবার জলাশয় ভরাটের অভিযোগ এবং নবান্নে চিঠি এলাকাবাসীর । নবান্নের চিঠি পেয়ে তড়িঘড়ি কাজ বন্ধ করার নির্দেশ দিল মেদিনীপুর পৌরসভা (Pond Fill Controversy)। যদিও এই কাজ বন্ধের বিরোধিতা করেছে পুকুর মালিক। পুকুর মালিকের অভিযোগ, পৌরসভা না জেনে কাজ বন্ধ করেছে । দীর্ঘদিন কাজ বন্ধের ফলে প্রবল ক্ষতির মুখে পড়েছে পুকুর মালিক । সমস্ত বিষয়টি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানানো হয়েছে বলে জানান পুকুর মালিক । শুধু কাজ বন্ধই নয় ৷ জলাশয়টিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেদিনীপুর পৌরসভা (Medinipur Municipality) ৷
জানা গিয়েছে, মেদিনীপুর পৌরসভার 1 ও 4 নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত বেনেপুকুর এলাকা । পুকুরের নাম করণেই এই এলাকার নামকরণ হয়েছে ৷ এই বেনে পুকুরের আয়তন পাড় ও পুকুর মিলিয়ে প্রায় 10 বিঘা । সমগ্র এলাকার মানুষ পুকুরের জলে ব্যবহার করেন । শুধু তারা প্রয়োজনীয় কাজে নয়, কখনও কখনও খাবার জল হিসেবে ব্যবহার করেন এই পুকুরের জল (pond fill controversy in Paschim Medinipur) । এলাকাবাসীদের অভিযোগ রাতের অন্ধকারে বেশ কিছু প্রোমোটার এবং অসাধু ব্যবসায়ী এই পুকুরপাড় ছোট করে ফেলছে । তারা পুকুর ঘিরে ফেলছে এবং প্লটের ব্যবসা এবং বহুতল নির্মাণের চেষ্টা করছে ।