পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সরস্বতী পুজোয় রাজনৈতিক ব্যক্তিত্বদের কার্টুন, আট থেকে আশির ভিড় মেদিনীপুর কলেজ মাঠে

মেদিনীপুর কোতয়ালী থানার অন্তর্গত মেদিনীপুর কলেজ মাঠ সংলগ্ন এলাকায় প্রতিবছর ধুমাধাম করে সরস্বতী পুজো হয় ৷ প্রতিবছরই বাগদেবীর আরাধনার পাশাপাশি কার্টুন আঁকা হয় এবং বিভিন্ন ছড়া ও কবিতাও লেখা হয় । এবারও তার ব্যতিক্রম হল না । ছড়া সহ সেই কার্টুনে মমতা, মোদি, শুভেন্দু তো রয়েছেই, বাদ যায়নি রাজ্যপালও ।

By

Published : Jan 29, 2020, 9:34 PM IST

political-leaders-cartoon-in-swaraswati-pujo
সরস্বতী পুজোয় রাজনৈতিক ব্যক্তিত্বদের কার্টুন

মেদিনীপুর, 29 জানুয়ারি: সরস্বতী পুজোয় ট্র্যাডিশন বজায় রাখল মেদিনীপুরের কলেজ স্কোয়ার ৷ পুরানো রীতি বজায় রেখে সরস্বতী পুজোয় রাজনৈতিক ব্যক্তিত্বদের আঁকা কার্টুনে সেজে উঠেছে কোতয়ালী থানার অন্তর্গত মেদিনীপুর কলেজ মাঠ সংলগ্ন এলাকা ৷ সেই কার্টুনের ভিড়ে বাদ যায়নি ডান-বাম সহ রাজ্যপালও ৷ যা দেখতে মেদিনীপুর কলেজ মাঠে ভিড় জমিয়েছে জেলাবাসী ।

মেদিনীপুর কোতয়ালী থানার অন্তর্গত মেদিনীপুর কলেজ মাঠ সংলগ্ন এলাকায় প্রতিবছর ধুমাধাম করে সরস্বতী পুজো হয় ৷ প্রতিবছরই বাগদেবীর আরাধনার পাশাপাশি কার্টুন আঁকা হয় এবং বিভিন্ন ছড়া ও কবিতাও লেখা হয় । এবারও তার ব্যতিক্রম হল না । ছড়া সহ সেই কার্টুনে মমতা, মোদি, শুভেন্দু তো রয়েছেই, বাদ যায়নি রাজ্যপালও । কোথাও BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কানের দুল পরিয়ে দিলু বৌদি সাজিয়ে দিয়েছে ,কোথাও বা মমতার-মোদির সখ্যতা নিয়ে লেখা হয়েছে কবিতা ৷ এভাবে তৃণমূল-সিপিএম-কংগ্রেস-BJP সহ সমস্ত দলের পোস্টার ফেস্টুন এবং কার্টুন দেখা গেল মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে । সেই কার্টুন ও ছড়া দেখতে ভিড় জমিয়েছে আট থেকে আশি । এই প্রসঙ্গে ক্লাব কর্তাদের বক্তব্য, শুধুমাত্র মানুষের মনোরঞ্জনের জন্য কার্টুনের মাধ্যমে গম্ভীর বিষয় লঘু আকারে তুলে ধরা হয় ৷ বিগত কয়েকবছর ধরে এই ট্র্যাডিশন চলে আসছে ৷ সেই রীতি আজও বজায় রয়েছে ।

সরস্বতী পুজোয় রাজনৈতিক ব্যক্তিত্বদের কার্টুন

ABOUT THE AUTHOR

...view details