পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Police Stop Minor's Marriage : ঘাটালে নাবালিকার বিয়ে রুখল পুলিশ, আটক দাদু ও মেসো

নাবালিকা মেয়ের বিয়ে দিতে গিয়ে পুলিশের হাতে আটক মেয়ের দাদু ও মেসো ৷ ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার বনহরিসিংহপুর এলাকায় ৷ পলাতক বাবা-মা ও নাবালিকা ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ (Police stop minor's marriage in Ghatal) ।

Ghatal
Ghatal

By

Published : Mar 26, 2022, 9:28 PM IST

ঘাটাল, 26 মার্চ : নাবালিকার বিয়ের তোড়জোড় চলছিল সাড়ম্বরে ৷ কিন্তু শেষবেলায় ঘটল বিপত্তি । সবকিছু আয়োজন থাকলেও বিয়ের ঠিক আগের মুহূর্তে হানা দেয় পুলিশ ও চাইল্ড লাইনের লোকজন ৷ ফলে ভেস্তে যায় নাবালিকার বিয়ের আয়োজন (Police stop minor's marriage in Ghatal) । ঘটনাটি ঘাটাল থানার বনহরিসিংহপুর এলাকার । এই ঘটনায় নাবালিকার দাদু ও মেসোমশাইকে আটক করেছে পুলিশ ৷ পুলিশের আগমনের খবর পেয়েই মেয়েকে নিয়ে চম্পট দিয়েছে বাবা-মা ৷

আরও পড়ুন :Woman kills Her Child : একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্ক টিকিয়ে রাখতে সন্তানকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে

ঘাটাল চাইল্ড লাইন (Ghatal Child Line) সূত্রে জানা গিয়েছে, হুগলির কুলাট এলাকার ওই নাবালিকার বিয়ে ঠিক হয়েছিল ৷ মেয়ের বয়স 17 ৷ শুক্রবার রাতে বিয়ের আয়োজন করা হয় ঘাটালের বনহরিসিংপুরে মেয়েটির মামাবাড়িতে ৷ শুক্রবার রাত প্রায় 10টা নাগাদ এই বিয়ের খবর পাওয়া মাত্র অকুস্থলে পৌঁছে যায় ঘাটাল থানার পুলিশ ৷ সঙ্গে ছিলেন ঘাটাল চাইল্ড লাইনের প্রতিনিধি সহ ঘাটাল ব্লক শিশু সুরক্ষা কমিটি ও গ্রাম পঞ্চায়েত স্তরে গঠিত কমিটির সদস্যরা । পরিবারের লোকজন যখন বুঝতে পারেন যে বিয়ে বন্ধ করতে পুলিশ ঢুকছে তখনই মেয়েকে নিয়ে তার বাবা-মা ছাতনাতলা থেকে পালিয়ে যান । পরে মেয়ের দাদু ও মেসোমশাইকে আটক করে পুলিশ ।

আরও পড়ুন :Cartoon Characters in Howrah traffic awareness : ট্রাফিক সচেতনতা বাড়াতে হাওড়ার রাস্তায় হাঁদা-ভোঁদা, বাঁটুলরা

নাবালিকা বিয়ে বন্ধ করতে অতি তৎপর হয়েছে জেলা শিশু সুরক্ষা ইউনিট । সেই লক্ষ্যে ইতিমধ্যেই ব্লক স্তর থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত স্তরে কমিটিও গঠন করা হয়েছে । গ্রাম পঞ্চায়েতগুলিতে চলছে সচেতনতা শিবির, চলছে মাইক প্রচার । ঘাটাল এলাকায় একটি মেয়ের বিয়েও যাতে 18 বছরের আগে না হয় সেদিকে কড়া নজর রাখছে প্রশাসন । এ বিষয়ে ঘাটালের মহকুমাশাসক (Sub-Divisional Magistrate) সুমন বিশ্বাস বলেন, "সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা মেলায় নাবালিকা বিয়ে অনেকটাই কমেছে ৷ এখন প্রশাসন আরও সচেষ্ট । নাবালিকা বিয়ে সংক্রান্ত কোনও খবর থাকলে প্রশাসনের সঙ্গে শেয়ার করুন সকলেই ৷ আমার নিজের নম্বর দেওয়া রয়েছে । সেখানেও যোগাযোগ করতে পারেন ৷"

ABOUT THE AUTHOR

...view details