পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আর একজন কর্মীর গায়ে হাত পড়লে থানা জ্বালিয়ে দেবেন : সায়ন্তন বসু - পুলিশ কর্মীদের হেনস্থা

পবন জানার মৃত্যু ঘিরে উত্তপ্ত দাঁতন । ক্ষুব্ধ স্থানীয় BJP কর্মী-সমর্থকরা । আজ তারা পুলিশকে হেনস্থা করে বলে অভিযোগ ।

dantan
dantan

By

Published : Jun 21, 2020, 4:11 AM IST

দাঁতন,20 জুন : "দাঁতনে আর একজন BJP কর্মীর গায়ে যদি হাত পড়ে তাহলে থানা জ্বালিয়ে দিন । সেদিন আপনাদের আটকাব না ।" মন্তব্য BJP নেতা সায়ন্তন বসুর । BJP কর্মী পবন জানার শোকসভা থেকে দলীয় কর্মীদের এই বার্তা দিলেন সায়ন্তন বসু ।

এদিকে আজ পবন জানার খুনের প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর থেকে দাঁতনের কুশুমিগ্রামে যে মিছিল যায় সেখান থেকে পুলিশকর্মীদের হেনস্থা করার অভিযোগ ওঠে । পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয় বলে অভিযোগ ৷

ভবিষ্যতে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি সায়ন্তনের

উল্লেখ্য গত দুদিন আগে BJP-তৃণমূল সংঘর্ষের জেরে বাবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় পবন জানা ৷ আহত অবস্থায় তাঁকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভরতি করা হয় ৷ সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ এই ঘটনার পর থেকে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জমতে থাকে এলাকার মানুষের মধ্যে ৷ তাদের অভিযোগ পুলিশ

ABOUT THE AUTHOR

...view details