কেশপুর, 4 সেপ্টেম্বর: শনিবার সকালে কেশপুরে থানার ব্যারাকে এক পুলিশ আধিকারিকের ঝুলন্ত মৃতদেহ (Police officer's hanging body) উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ কেশপুর থানায় কর্মরত সঞ্জয় চৌধুরীকে (47) এদিন সকালে থানার ব্যারাকে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা যায়। কেশপুর থানায় সাব-ইন্সপেক্টরের দায়িত্বে ছিলেন তিনি।
এদিন সকালে পরিচারিকা ঘর পরিষ্কার করতে এসে সাব-ইন্সপেক্টর সঞ্জয় চৌধুরীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে কেশপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এই সাব-ইন্সপেক্টরের আত্মহত্যার পিছনে কী কারণ রয়েছে, তা এখনও পরিষ্কার নয় ৷ মৃত্য়ুর কারণ নিয়ে ধন্দে তাঁর সহকর্মী ও অনান্য় পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা যায়, এদিন সকাল বেলায় অন্যান্য দিনের মতো সব পুলিশ কর্মীরা ব্যারাক ছেড়ে ডিউটিতে জয়েন করলেও সঞ্জয় চৌধুরী জয়েন করেননি। এরপর পরিচারিকা তাঁর ঘর পরিষ্কার করতে গিয়ে এই দৃশ্য দেখতে পান। এখনও মৃত্যুর কারণ স্পষ্ট হয়নি।