পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Digha-Mandarmani Sea Beach : সৈকতনগরীকে পরিচ্ছন্ন রাখতে ওসি-র গান্ধিগিরি, অভিভূত পর্যটকেরা - Digha Mandarmani Sea Beach

পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহরগুলিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করার জন্য উদ্যোগ নিল প্রশাসন। আর এই উদ্যোগে অগ্রণী ভূমিকা গ্রহণ করলেন মন্দারমণি কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুষ্কা মাইতি (Police officer takes great initiative to make Digha-Mandarmani sea beach plastic-free)।

Digha-Mandarmani Sea Beach
সৈকতনগরীকে পরিচ্ছন্ন রাখতে ওসি-র গান্ধিগিরি

By

Published : Jun 4, 2022, 4:12 PM IST

দিঘা, 4 জুন : রবিবার বিশ্ব পরিবেশ দিবস ৷ তার আগে সৈকত শহর দিঘাকে প্লাস্টিক মুক্ত ঘোষণা করেছে প্রশাসন ৷ সমুদ্র সৈকতে যত্রতত্র প্লাস্টিক যাতে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিঘ্ন না-ঘটাতে পারে, তাই পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহরগুলিকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করার জন্য উদ্যোগ নিল প্রশাসন। আর এই উদ্যোগে অগ্রণী ভূমিকা গ্রহণ নিয়েছেন মন্দারমণি কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুষ্কা মাইতি (Police officer takes great initiative to make Digha-Mandarmani sea beach plastic-free)।

বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে দিঘা-মন্দারমণির সৈকতে প্লাস্টিক সংগ্রহ অভিযানে মন্দারমনি থানার ওসি অনুষ্কা মাইতির কীর্তিতে অভিভূত বেড়াতে আসা পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা ৷ ঝাঁ-চকচকে সৈকত নগরীকে দেখে খুশি ভিন রাজ্যের পর্যটকরাও ৷ অনুষ্কা মাইতি নিজে জানালেন, মন্দারমণিতে বেড়াতে আসা পর্যটকদের নিয়মিত সচেতন করে চলেছেন তাঁরা। এখনও পর্যন্ত অভিযানে নেমে প্রায় 350 কেজিরও বেশি প্লাস্টিক তাঁরা সৈকত থেকে সংগ্রহ করেছেন ৷

সৈকতনগরীকে পরিচ্ছন্ন রাখতে ওসি-র গান্ধিগিরি

আরও পড়ুন : মন্দারমণির মোহনায় স্নানে নেমে তলিয়ে মৃত্যু দু'জনের

আর প্লাস্টিরমুক্ত মন্দারমণি দেখে ভিনরাজ্যের এক পর্যটক জানালেন, সবসময় যাতে সমুদ্র সৈকতকে এমন পরিষ্কার রাখা যায়, সে জন্য পুলিশ প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। কোস্টাল থানার পুলিশকে ধন্যবাদ তাদের এই উদ্যোগের জন্য ৷ মান্দারমণি ভীষণই ভাললাগল, কারণ পুরোটাই ঝাঁ-চকচকে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details