মেদিনীপুর, 11 ফেব্রুয়ারি : আজ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে নিখোঁজ সদ্যোজাতকে তার মা-বাবার হাতে তুলে দিল পুলিশ ৷
রবিবার সকাল 11 টা 50 মিনিট নাগাদ হাসপাতালের মাতৃমা থেকে চুরি যায় ওই সদ্যজাত ৷ ঘটনায় হৈ চৈ পড়ে যায় হাসপাতাল চত্বরে ৷ শিশুটির আত্মীয় পরিজনের সঙ্গে বচসা বাধে হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ৷ CCTV ক্যামেরা ও নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে হাসপাতাল চত্বর থেকে শিশু চুরি হয় ৷ ঘটনায় হাসপাতাল চত্বরের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছিল ৷ শিশুটির পরিবার মেদিনীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ৷ অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন ৷ সেদিনই পাঁচ ঘণ্টা রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে উদ্ধার করা হয় শিশুটিকে ৷ ঘটনায় সেদিনই আটক করা হয় এক মহিলাকে ৷ নাম সুলতানা বিবি ৷ পরে তাকে জিজ্ঞাসাবাদ করে রাতে গ্রেপ্তার করা হয় ৷ গতকাল ধৃতকে মেদিনীপুর আদালতে তোলা হয়েছিল ৷ বিচারক তার চারদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ৷ আজ শিশুটিকে তার মা-বাবার হাতে তুলে দেয় পুলিশ ৷