পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rape Allegation Against Police Constable : গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিশ কনস্টেবল - police constable accused of raping a house wife in kharagpur arrested

ধৃত পুলিশ কনস্টেবল সঞ্জয় পয়রাকে শনিবার আদালতে তোলা হয়েছে ৷ যদিও তার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে ওই পুলিশ কর্মী (Rape Allegation Against Police Constable) ৷

Rape Allegation Against Police
ধর্ষণে অভিযুক্ত কনস্টেবল

By

Published : Apr 9, 2022, 4:54 PM IST

খড়গপুর, 9 এপ্রিল: এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল খোদ এক পুলিশ কর্মীর বিরুদ্ধে (police constable accused of rape in Kharagpur) ৷ ইতিমধ্যেই সঞ্জয় পয়রা নামের অভিযুক্ত ওই কনস্টেবলকে গ্রেফতার করেছে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ ৷ শনিবার ধৃত ওই কনস্টেবলকে শনিবার মেদিনীপুর আদালতে তোলা হয় ৷ যে পুলিশ কর্মীর কাজ নিরাপত্তা দেওয়া, তার বিরুদ্ধেই নারী নির্যাতনের এই গুরুতর অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ প্রশ্ন উঠছে রক্ষকই ভক্ষক? নাকি ষড়যন্ত্রের শিকার এই পুলিশ কর্মী?

জানা গিয়েছে, যে মহিলা ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন, তিনি খড়্গপুর গ্রামীণ থানার বাসিন্দা ৷ অভিযুক্ত সঞ্জয় পয়রা পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানায় কর্মরত ছিলেন ৷ তিনিও একই গ্রামের বাসিন্দা ৷ গত 25 মার্চ তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন ওই মহিলা ৷ তবে সেই সময় সঞ্জয় পয়রা অন্য জেলায় ডিউটিতে ছিলেন । তাই তাকে বিভাগীয় নোটিস ধরানো হলেও গ্রেফতার করা হয়নি ।

আরও পড়ুন : সিভিক ভলান্টিয়ার ও তাঁর বন্ধুকে নৃশংস খুন, মগরাহাটে ধুন্ধুমার

শুক্রবার ওই অভিযুক্তকে পশ্চিম মেদিনীপুরে ফিরলে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ গ্রেফতার করে । ঘটনাক্রমে যা জানা গিয়েছে, সঞ্জয় পয়রার ছেলে ওই গ্রামেরই বাসিন্দা ওই গৃহবধূর কাছে টিউশন পড়তে যেত । গত 24 মার্চ পারিবারিক একটি বিষয়ে ওই গৃহবধূ সঞ্জয়ের সাহায্য চান । অভিযোগ, সাহায্য করার নাম করে ওই পুলিশ কর্মী সঞ্জয় তাঁকে বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করে ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে সঞ্জয় ও তাঁর পরিবার । মহিলার লিখিত অভিযোগ পাওয়ার পরেই জেলা পুলিশ সঞ্জয় পয়রা নামে ওই কনস্টেবলকে ক্লোজ করে বিচার বিভাগীয় তদন্ত শুরু করে । শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details