পিংলা, 12 ডিসেম্বর :পরকীয়ায় কাঁটা কোলের সন্তান ৷ আর সেই কারণেই দু’বছরের মেয়েকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে (Murder Allegation Against Mother) ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের পিংলার উত্তরবাড় এলাকায় (Pingla Child Murder) ৷ অভিযুক্ত গৃহবধূর নাম পূজা জানা ৷ ইতিমধ্যেই তাঁকে ও তাঁর প্রেমিক দেবাশিস মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ (Police Arrests Mother for Murder) ৷
আরও পড়ুন :স্ত্রীর পরকীয়ায় বাধা, খুন স্বামী সহ দুই শিশুপুত্র
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে বাড়ির উঠোনেই লেপ জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায় দু’বছরের দীপ্তি জানাকে ৷ তাকে দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের ৷ কিছুক্ষণের মধ্যেই তাঁরা বুঝতে পারেন, একরত্তি শরীরটায় আর প্রাণ নেই ৷ কীভাবে এমন ঘটনা ঘটল, তা জানতে দীপ্তির মা পূজাকে প্রশ্ন করেন তাঁরা ৷ প্রাথমিকভাবে পূজা তাঁদের বলেন, উঠোনে লেপ, তোষক রোদে দিয়েছিলেন তিনি ৷ তখন দীপ্তি সেখানেই লেপের উপর খেলা করছিল ৷ এরপর পূজা রান্নাঘরে চলে যান ৷ তাঁর দাবি, রান্নাঘর থেকে বেরিয়ে তিনি দেখেন, মেয়ে আপাদমস্তক লেপে জড়িয়ে পড়ে রয়েছে !
দু’বছরের মেয়েকে খুনের অভিযোগে গ্রেফতার মা ও তাঁর প্রেমিক পূজার দাবি মানতে রাজি হননি প্রতিবেশীরা ৷ তাঁরা ওই গৃহবধূকে চেপে ধরেন ৷ খবর পাঠানো স্থানীয় থানায় ৷ পুলিশ আসার পর জেরার মুখে ভেঙে পড়েন পূজা ৷ জানা যায়, প্রতিবেশী এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ওই গৃহবধূ ৷ তাঁর প্রেমিক দেবাশিস মণ্ডলও বিবাহিত ৷ তাঁর দু’টি সন্তানও রয়েছে ৷ কিন্তু, দেবাশিস ঠিক করেন, স্ত্রীকে ছেড়ে নতুন করে পূজার সঙ্গে ঘর বাঁধবেন তিনি ৷ পূজারও তাতে সায় ছিল বলেই অনুমান পুলিশের ৷ এরপরই দেবাশিস ও পূজা বাড়ি থেকে পালানোর পরিকল্পনা করেন ৷ কিন্তু, দু’বছরের দীপ্তিকে নিয়ে শুরু হয় টানাপোড়েন ৷ আর সেই কারণেই পূজা মেয়েকে খুন করেন বলে অভিযোগ ৷
আরও পড়ুন :কন্যাসন্তান খুনে ধৃত বাবা-মা
প্রসঙ্গত, পূজার স্বামীর নামও দেবাশিস ৷ তিনি পরিযায়ী শ্রমিক ৷ ভিনরাজ্যে রাজমিস্ত্রির কাজ করেন ৷ লকডাউনের সময় টানা দেড় বছর বাড়িতেই ছিলেন দেবাশিস জানা ৷ দিন কয়েক আগে কাজ নিয়ে আন্দামান চলে যান তিনি ৷ এরপরই মেয়েকে খুন করে বাড়ি থেকে পালানোর ছক কষেন পূজা ৷ কিন্তু, পূজার সঙ্গে একই বাড়িতে থাকেন তাঁর শ্বশুর, শাশুড়ি ৷ তবে ঘটনার সময় তাঁরা দু’জনেই বাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে ৷ পুলিশ ইতিমধ্যেই পূজা জানা ও তাঁর প্রেমিক দেবাশিস মণ্ডলকে গ্রেফতার করেছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷