পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেদিনীপুর ও ডেবরায় একাধিক আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার 5 - police arrests 5 people with arms

মেদিনীপুর ও ডেবরায় পুলিশি অভিযানে ধরা পড়ল 5 দুষ্কৃতী ৷ উদ্ধার করা হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র ৷

উদ্ধার হওয়া অস্ত্র

By

Published : Aug 3, 2019, 6:10 AM IST

মেদিনীপুর ও ডেবরা, 3 অগাস্ট : মেদিনীপুর ও ডেবরায় অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্রশস্ত্র ৷

গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মেদিনীপুরের পাল বাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশের একটি বিশেষ টিম ৷ সেখান থেকে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ৷ উদ্ধার হয় একাধিক অস্ত্রশস্ত্র ৷ গতকালই ডেবরা থানার কয়েকটি এলাকায়ও অভিযান চালায় পুলিশ ৷ সেখানে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয় ৷ বাজেয়াপ্ত করা হয় একটি বন্দুক ও কার্তুজসহ চার চাকার গাড়ি ৷

কিছুদিন ধরেই পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে ৷ আবার চুরির ঘটনাও বেড়েছে ৷ এই অবস্থায় দুষ্কৃতীদের ধরতে তৎপর হয় পুলিশ ৷

গতকাল 5 দুষ্কৃতীকে গ্রেপ্তারের পর পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, "আমরা তদন্তের স্বার্থে বেশি কিছু বলতে পারছি না ৷ শুধু এটুকুই বলব, দুষ্কৃতী কার্যকলাপ নিয়ে আমাদের কাছে বেশ কিছু খবর ছিল ৷ আর তাই নিয়ে আমরা একটি টিম তৈরি করি ৷ সেই টিম তৈরি করার পর আমরা অভিযানে নামি ৷ জেলার দুটি জায়গা থেকে মোট পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে ৷ পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু অস্ত্রশস্ত্র , কার্তুজ, একটি চার চাকার গাড়ি এবং একটি মোটরবাইক ৷"

বাজেয়াপ্ত অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশি বন্দুক , দুটি ডবল ব্যারেল ফায়ার আর্মস , দুটি কান্ট্রি মেড ফায়ার আর্মস , সাত রাউন্ড কার্তুজ , 21টি বন্দুক বানানোর ব্যারেল ও অস্ত্র তৈরির সরঞ্জাম ৷

ABOUT THE AUTHOR

...view details