পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা নিয়ে গুজব ঠেকাতে সোশাল মিডিয়ায় নজরদারি পুলিশের - কোরোনা গুজব

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এক আধিকারিক জানান, সোশাল মিডিয়ায় যে গুজব ছড়াচ্ছে তাও ভাবাচ্ছে পুলিশ-প্রশাসনকে । বলেন, "আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশাল মিডিয়ায় নজরদারি চালাচ্ছি l"

corona rumors
কোরোনা গুজব

By

Published : Apr 29, 2020, 12:00 AM IST

গড়বেতা, 28 এপ্রিল : কোরোনা নিয়ে গুজব ঠেকাতে আগেই নির্দেশিকা জারি করেছিল পুলিশ । তবুও আটকানো যাচ্ছিল না । এবার তা আটকাতে সোশাল মিডিয়ায় নজরদারি চালানোর সিদ্ধান্ত নিল তারা । পাশাপাশি, গোয়ালতোড়ের একাধিক জায়গায় মাইকে প্রচারও করা হচ্ছে প্রশাসনের তরফে ।

পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা, গোয়ালতোড়, শালবনি থানা এলাকায় কোরোনা নিয়ে গুজব বেড়েই চলেছে । পুলিশে ও পঞ্চায়েত সমিতির সদস্যদের কাছেও ফোন আসতে থাকে । পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এক আধিকারিক জানান, "সোশাল মিডিয়ায় যে গুজব ছড়াচ্ছে তাও ভাবাচ্ছে আমাদের । আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশাল মিডিয়ায় নজরদারি চালাচ্ছি l কোনওরকম প্ররোচনামূলক পোস্ট দেখলেই সাইবার ক্রাইম সেল থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।"

সোশাল মিডিয়ায় যারা বিতর্কিত পোস্ট করছে তাদের উপর কড়া নজর রাখছে প্রশাসন । গড়বেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আকাশদীপ সিনহা বলেন, "অনেকের কোরোনা হয়েছে বলে গুজব রটিয়ে দেওয়া হচ্ছে । এ জন্য আজ আমরা প্রচার গাড়ি বের করেছিলাম l কোরোনা নিয়ে অযথা গুজব রটাবেন না l আমাদের প্রচার গাড়ি পুরো ব্লক এলাকায় কোরোনা নিয়ে গুজবের বিরুদ্ধে প্রচার করবে l "

BDO অভিজিৎ চৌধুরি বলেন, "আমাদের ব্লক কোরোনা মুক্ত । তাই গুজব আটকাতে প্রচার করছি l" গড়বেতা 1 নম্বর ব্লকের যুগ্ম BDO বিশ্বনাথ ধীবর বলেন, "পাড়ায় পাড়ায় চায়ের দোকানে গুজব আটকাতে পঞ্চায়েত গুলোকে নজর রাখতে বলেছি l" গড়বেতা চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র জানান, "কোরোনা গুজবের বিরুদ্ধে আমরাও মানুষকে সচেতন করছি l" শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাত বলেন," কোরোনা গুজব আটকাতে গোয়ালতোড়ের বিভিন্ন জায়গায় মাইকে প্রচার করা হয়েছে l "



ABOUT THE AUTHOR

...view details