নন্দীগ্রাম, 15 মে : রবিবার কেন আগাম কোনও সূচনা ও সার্চ ওয়ারেন্ট ছাড়াই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিধায়ক কার্যালয়ে হানা দিল পুলিশ তা নিয়ে অতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে (Police Action at Suvendu Adhikari Office in Nandigram) ৷ বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী ৷ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও ৷
জানা গিয়েছে, রবিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর নির্বাচনী এজেন্ট তথা বিজেপি নেতা মেঘনাথ পালের বাড়িতে হানা দেয় । কিন্তু সেখানে কেউ ছিলেন না ৷ মেঘনাথ পালের বাড়ি তল্লাশিতে গিয়ে পুলিশকে বাধার মুখে পড়তে হয় বলেও অভিযোগ ৷ জানা গিয়েছে, এরপরেই জেলা পুলিশ আধিকারিকরা নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ে চলে আসেন ৷ সেখানেই মেঘনাথ পালের স্ত্রী ও বাকিরা লুকিয়ে ছিল বলে পুলিশের দাবি ।