পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Police Action in Suvendu Office : কেন শুভেন্দু অধিকারীর কার্যালয়ে হানা দিল পুলিশ ? - Governor Sought Report From CS

শুভেন্দু অধিকারীর বিধায়ক কার্যালয়ে পুলিশের হানা দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Sought Report From CS) ৷

police in suvendu office
কেন শুভেন্দু অধিকারীর কার্যালয়ে হানা দিল পুলিশ

By

Published : May 15, 2022, 10:56 PM IST

নন্দীগ্রাম, 15 মে : রবিবার কেন আগাম কোনও সূচনা ও সার্চ ওয়ারেন্ট ছাড়াই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিধায়ক কার্যালয়ে হানা দিল পুলিশ তা নিয়ে অতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে (Police Action at Suvendu Adhikari Office in Nandigram) ৷ বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী ৷ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও ৷

জানা গিয়েছে, রবিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর নির্বাচনী এজেন্ট তথা বিজেপি নেতা মেঘনাথ পালের বাড়িতে হানা দেয় । কিন্তু সেখানে কেউ ছিলেন না ৷ মেঘনাথ পালের বাড়ি তল্লাশিতে গিয়ে পুলিশকে বাধার মুখে পড়তে হয় বলেও অভিযোগ ৷ জানা গিয়েছে, এরপরেই জেলা পুলিশ আধিকারিকরা নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়ে চলে আসেন ৷ সেখানেই মেঘনাথ পালের স্ত্রী ও বাকিরা লুকিয়ে ছিল বলে পুলিশের দাবি ।

আরও পড়ুন : শুভেন্দুর বিধায়ক কার্যালয়ে পুলিশ, মুখ্যসচিবকে তলব রাজ্যপালের

কিন্তু পুলিশ তল্লাশি চালালেও তাদেরকে কোথাও খুঁজে পায়নি । এ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে বলেন, "কয়েকদিন আগে মেঘনাথ পালের স্ত্রী ভুয়ো কাগজপত্র জমা দিয়ে চাকরি পান বলে অভিযোগ । দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এদিন তার বাড়িতে পুলিশ গেলে বাধা দেন মেঘনাথ পালের আত্মীয়-পরিজনরা । বিষয়টি আমরা তদন্ত করে দেখছি ।" সূত্রের খবর, কয়েকদিন আগে একটি কো-অপারেটিভ সমবায় ব্যাঙ্কে ভুয়া কাগজপত্র দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট মেঘনাথ পালের স্ত্রী মহুয়া জানা পালের বিরুদ্ধে । জানা গিয়েছে, গত 4 এপ্রিল ব্যাঙ্কের ডিরেক্টরের নেতৃত্বে যে সভা হয় সেখানে মহুয়া দেবীর সার্টিফিকেট নিয়ে আলোচনা হয় । তারপরেই তাকে শোকজের সিদ্ধান্ত নেওয়া হয় ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details