খড়্গপুরে, 23 ফেব্রুয়ারি : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে খড়্গপুরে আইআইটির নবনির্মিত হাসপাতালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ ভার্চুয়ালি এই হাসপাতালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷ তবে, উদ্বোধনের আগে থাকতেই এই হাসপাতালের নামকরণ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে ৷ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের নামে এই হাসপাতালের নামকরণ ঠিক হয়েছিল ৷ কিন্তু রাতারাতি আইআইটি কর্তৃপক্ষ বোর্ড মিটিং করে নাম বদলে ফেলে ৷
শ্যামাপ্রসাদের নামকরণের পিছনে কোনও রাজনৈতিক সিদ্ধান্ত আছে কিনা তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে ৷ বাংলার রূপকার বিধানচন্দ্র যশস্বী চিকিৎসক হিসেবেও সর্বজনবিদিত ৷ তাঁর রোগীর তালিকায় দেশি-বিদেশি বহু নামকরা ব্যক্তি ছিলেন ৷ রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা জওহরলাল নেহরু তো ছিলেনই, ডাক্তার বিধান রায়ের কাছে রোগী হিসাবে এসেছিলেন অ্যামেরিকান প্রেসিডেন্ট জন এফ কেনেডি ৷ মহাত্মা গান্ধী বলেন, “বিধান, দ্য সেফ্টি হ্যান্ড অব ইন্ডিয়া।”এহেন বিধান রায়ের নাম পরিবর্তন করে জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদের নামকরণ নিয়ে প্রশ্ন উঠেছে ৷ যদিও আইআইটি কর্তৃপক্ষের সাফাই, বিসি রায়ের নামে একটি হাসপাতাল থাকার জন্যই এই নামবদল ৷ এই বদল বোর্ডে সর্বসম্মতিতেই হয়েছে ৷ তবে বিধানরায়ের সঙ্গে শ্যামাপ্রসাদের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর ৷ কেন্দ্রীয় শিল্পমন্ত্রী হিসাবে শ্যামাপ্রসাদকে অনেক আবদার করতেন বিধান রায় ৷ শ্যামাপ্রসাদের আকস্মিক মৃত্যুর পর খুব দুৃঃখ পেয়েছিলেন বিধান রায় ৷ শ্যামাপ্রসাদের মৃত্যুর পর তাঁর মা বিধান রায়কে বলেন," বিধান, তুমি থাকতে আমার শ্যামা মারা গেল!"