পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মঙ্গলবার আইআইটি খড়্গপুরে শ্য়ামাপ্রসাদের নামাঙ্কিত হাসপাতাল উদ্বোধন মোদির - PM

ভোটমুখী বাংলায় একের পর এক প্রকল্প উদ্বোধন করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবারও কর্মসূচি রয়েছে তাঁর ৷ পিএমও সূত্রে খবর, মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় ভিডিয়ো কনফারেন্স মাধ্য়মে আইআইটি খড়্গপুরে ডঃ শ্য়ামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্য়ান্ড রিসার্চের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷

PM Modi to inaugurate Dr Syama Prasad Mookerjee Institute at IIT Kharagpur Tuesday
মঙ্গলবার আইআইটি খড়্গপুরে শ্য়ামাপ্রসাদের নামাঙ্কিত হাসপাতাল উদ্বোধন মোদির

By

Published : Feb 22, 2021, 1:56 PM IST

দিল্লি, 22 ফেব্রুয়ারি: মঙ্গলবার আইআইটি খড়্গপুরে ডঃ শ্য়ামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্য়ান্ড রিসার্চের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷ রবিবার প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে জানানো হয় মঙ্গলবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্য়মে এই কর্মসূচি পালন করবেন নরেন্দ্র মোদি ৷ একইসঙ্গে আইআইটি খড়্গপুরের 66তম সমাবর্তন অনুষ্ঠানেও বক্তব্য রাখবেন তিনি ৷

প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রকের সহযোগিতায় ডঃ শ্য়ামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্য়ান্ড রিসার্চ নামে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ ৷ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় প্রধানমন্ত্রীর হাতেই পথচলা শুরু হবে নয়া এই চিকিৎসালয়ের ৷

মঙ্গলবারের এই সমাবর্তনে প্রধানমন্ত্রী ছাড়াও যোগ দেবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ৷ রবিবার পিএমও-র তরফে এমনটাই জানানো হয়েছে ৷ জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর তৈরি রূপরেখা অনুসারেই তৈরি হয়েছে এই হাসপাতাল ৷ আগামী দিনে দেশজুড়ে বিজ্ঞান, গবেষণা ও নতুন নতুন আবিষ্কারের উপর বিনিয়োগে গুরুত্ব দিতে চান প্রধানমন্ত্রী ৷ ডঃ শ্য়ামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্য়ান্ড রিসার্চ সেই পরিকল্পনারই ফসল বলে দাবি পিএমও-র ৷ এই চিকিৎসালয় আদতে প্রযুক্তি ও স্বাস্থ্য পরিষেবার একটা সমন্বয় ৷

আরও পড়ুন:কালীঘাট-দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে, বাংলায় টুইট করে জানালেন মোদি

পিএমও সূত্রে জানানো হয়েছে, আইআইটি খড়্গপুরের ঐতিহ্য মাথায় রেখেই নয়া হাসপাতাল তৈরি করা হয়েছে ৷ আগামী দিনে চিকিৎসার পাশাপাশি প্রযুক্তিকে কাজে লাগিয়ে চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে গবেষণা, ফোনে রোগীকে ওষুধ প্রেসক্রাইব করা, রোগী যাতে বাড়িতে বসেই ওষুধ পেয়ে যান, তার ব্য়বস্থা করা, ভিডিয়ো কলিং বা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রোগী দেখা-সহ বিভিন্ন পরিষেবা শুরু হবে এই নয়া চিকিৎসালয়ে ৷ এর পাশাপাশি, 2021-22 শিক্ষাবর্ষ থেকেই এখানে এমবিবিএস কোর্সও চালু হয়ে যাবে বলে আশাবাদী পিএমও ৷

ABOUT THE AUTHOR

...view details