পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চার বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ - চার বছরের শিশু কন্যাকে ধর্ষণ

চার বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করার অভিযোগ ৷ পুলিশ অভিযুক্তকে আটক করেছে ৷ ঘটনাটি চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মাধবপুর গ্রামে।

physical harrasment
শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ

By

Published : Jan 23, 2021, 9:13 PM IST

চন্দ্রকোনা 23 জানুয়ারি: বাড়িতে নিয়ে গিয়ে চার বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রায় পঞ্চাশ বছর বয়সী ব্যক্তির বিরুদ্ধে। সম্পর্কে ওই ব্যক্তি শিশুটির দাদু হয়।আটক করা হয় প্রৌঢ়কে। এলাকায় মানুষ প্রৌঢ়কে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল খুঁটিতে।

এই ঘটনায় চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মাধবপুর গ্রামে।ঘটনায় শনিবার সকালে ওই শিশু কন্যার মা চন্দ্রকোনা থানার রামজীবনপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযুক্ত ওই গ্রামেরই প্রতিবেশি বিশ্বনাথ রায়(48)।অভিযোগকারী শিশু কন্যার মা জানান, শুক্রবার রাত 8 টা নাগাদ প্রতিবেশী বিশ্বনাথ রায় তার মেয়েকে ডেকে নিয়ে যায় তার বাড়িতে। মিনিট পনেরো কুড়ি পেরিয়ে গেলেও মেয়ে না আসায় তার শ্বাশুড়ি মাকে দিয়ে মেয়েকে আনতে পাঠান। শিশু কন্যার মা জানান,তার শাশুড়ি বিশ্বনাথের বাড়িতে গিয়ে শিশুকন্যাটিকে ধর্ষণ করতে দেখে ফেলেন। ঘটনায় হতবাক হয়ে যান তিনি। ঘটনা জানাজানি হয়ে যাওয়ার ভয়ে বিশ্বনাথ রায় তার শাশুড়ির হাতে পায়ে ধরে কাউকে না বলার জন্য আবেদন করে।কিছু বুঝে উঠার আগে তার মেয়েকে বাড়িতে নিয়ে এসে পুরো ঘটনাটি জানান শাশুড়ি ।

রাতে স্বামীকে পুরো ঘটনাটি জানালে,অভিযুক্ত যাতে গা ঢাকা না দেয় তার জন্য গ্রামের কাউকে রাতে কিছু না জানিয়ে এদিন শনিবার সকালে প্রতিবেশীদের পুরো ঘটনা জানানো হয় ৷ তা জানতে পেরে পাড়ার অসংখ্য মানুষ ক্ষিপ্ত হয়ে বিশ্বনাথ রায়কে ধরে খুঁটিতে বেঁধে রাখে। শনিবার সকালে রামজীবনপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয় বলে জানান শিশু কন্যার মা।পুলিশ অভিযুক্ত বিশ্বনাথ রায়কে আটক করেছে ৷ অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানিয়েছে শিশু কন্যার পরিবার।

ABOUT THE AUTHOR

...view details