পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Daughter returns to mother: পালিতা মায়ের কাছে ফিরল ছোট্ট পিউ, ষষ্ঠীতেই অষ্টমীর আনন্দ দোলুই পরিবারে - পিউ

একদিকে পালিতা মা, অন্যদিকে জন্মদাত্রী মা (Daughter returns to mother)। আইনি জটে প্রায় তিন বছর আগে মেয়েকে পালিতা মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে সরকারি হোমে পাঠিয়ে দিয়েছিল প্রশাসন । অবশেষে দুর্গা চতুর্থীতে পালিতা মায়ের কাছে ফিরল ছোট্ট পিউ (Pew returned to her foster mother) ৷

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 1, 2022, 5:40 PM IST

অজবনগর, 1 অক্টোবর: প্রায় তিন বছরের আইনি লড়াই ৷ শেষমেষ এক হল মা-মেয়ে ৷ পালিতা মায়ের কাছে ফিরে গেল পিউ (Daughter returns to mother)। মেয়েকে ফিরে পেয়ে বোধনের আগেই খুশির হাওয়া ঘাটালের অজবনগর গ্রামের দোলুই পরিবারে । তিন বছরের দুঃখ কাটিয়ে পুজোর সঙ্গে নতুন করে পাওনা পিউকে (Pew returned to her foster mother) ।

এক মেয়েকে নিয়ে দাবিদার ছিল দুই মা । একদিকে পালিতা মা, অন্যদিকে জন্মদাত্রী মা । আইনি জটে প্রায় তিন বছর আগে মেয়েকে পালিতা মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে সরকারি হোমে পাঠিয়ে দিয়েছিল প্রশাসন । দীর্ঘ সময় হোমে কাটানোর পরে আইনি জট কাটিয়ে অবশেষে চতুর্থীতে পালিতা মা ফিরে পেল তাঁর মেয়েকে ।

জানা গিয়েছে, অজবনগরের দেবু দোলুই ও ছবি দোলুই-এর বাড়িতে পিউ হাসিখুশিতেই বড় হচ্ছিল । অভাবি সংসারে দেবু ও ছবি আদর-যত্ন দিয়ে ছোট থেকে তাঁকে স্নেহের সঙ্গে কোলে-পিঠে করে বড় করেছে । কিন্তু পিউ যখন 12 বছরের, তখনই হঠাৎ ছন্দপতন । জন্মদাত্রী মা দাবি করে প্রশাসনিক কর্তাদের নিয়ে এসে হাজির হন এক মহিলা । এই মহিলার নাম ইতু সামন্ত, বাড়ি ঘাটালের খড়ার শহরে । তাঁর দাবি, দু'বছর বয়সে মেয়ে হারিয়ে গিয়েছিল । এখন সেই মেয়েকে তিনি নিজের বাড়িতে নিয়ে যেতে চান ।

আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম মেয়েকে খাইয়ে দিতে 'মা রোবট' বানালেন গোয়ার দিনমজুর

অন্যদিকে, পালিতা মা'র দাবি, মেয়েকে ছোট্ট থেকে আদর-যত্ন দিয়ে এত বড় করেছেন ৷ তাকে ছেড়ে কোনওভাবেই থাকতে পারবেন না । অবশেষে আইনি জটিলতায় পালিতা মায়ের কাছ থেকে পিউকে মেদিনীপুরের সরকারি হোমে পাঠিয়ে দিয়েছিল চাইল্ড লাইন এবং পুলিশ-প্রশাসন । তারপর সেই হোমেই বড় হচ্ছিল পিউ । অবশেষে দুর্গা চতুর্থীতে পালিতা মায়ের কাছে ফিরল ছোট্ট পিউ ৷ হোম কর্তৃপক্ষ সুনির্দিষ্টভাবে পিউকে পালিতা মায়ের হাতেই তুলে দিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details