পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিনের পর দিন ঘুরেও মিলছে না টিকার দ্বিতীয় ডোজ, আতঙ্কে ঘাটালবাসী - west midnapore news

করোনা টিকার দ্বিতীয় ডোজ (Covid Vaccine) নেওয়ার সময় পেরিয়ে যাচ্ছে ৷ অথচ দিনের পর দিন টিকাকেন্দ্রগুলিতে ঘুরেও মিলছে না টিকার দ্বিতীয় ডোজ ৷ প্রবল আতঙ্ক বাসা বেঁধেছে ঘাটালের মানুষের মধ্যে ৷

people-scared-as-they-dont-get-2nd-dose-of-corona-vaccine-at-ghatal
দিনের পর দিন ঘুরেও মিলছে না টিকার দ্বিতীয় ডোজ, আতঙ্কে প্রাপকরা

By

Published : Jun 30, 2021, 4:30 PM IST

ঘাটাল, 30 জুন: করোনা টিকার প্রথম ডোজ (Covid Vaccine) নেওয়ার পর কারও পেরিয়ে গিয়েছে 84 দিন ৷ আবার কারও পেরিয়ে গিয়েছে 87 দিন ৷ কিন্তু মিলছে না টিকার দ্বিতীয় ডোজ । টিকা পেতে দেরি হওয়ায় চরম হয়রানির মুখে পড়েছেন মানুষজন ৷ দিনের পর দিন টিকাকেন্দ্রগুলিতে ঘুরে ঘুরেও টিকা না-পেয়ে প্রবল আতঙ্কে ভুগছেন প্রাপকরা ।

টিকার সরবরাহ না-থাকায় ফের বন্ধ টিকাকরণ প্রক্রিয়া ৷ আর তাতেই টিকা পেতে চরম দুর্ভোগে পড়ছেন টিকা প্রাপকরা ৷ চরম হতাশা ও আশঙ্কায় তাঁদের দিন কাটছে ৷ যাঁদের প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজের সময় হয়ে গিয়েছে, সবচেয়ে বেশি চিন্তায় রয়েছেন তাঁরা ৷

টিকা নিয়ে হয়রানির এই ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বিভিন্ন টিকাকরণ কেন্দ্রে । চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল ও ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল 29 জুলাইতেই নোটিশ দিয়ে ঘোষণা করেছে যে, টিকার সরবরাহ না-থাকায় টিকাকরণ বন্ধ থাকবে । অপরদিকে, ঘাটাল মহকুমা হাসপাতালের তরফে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কোভিশিল্ড টিকা না-থাকায় প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ থাকবে ৷ শুধুমাত্র কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে ঘাটাল মহকুমা হাসপাতালে ।

আরও পড়ুন:পুলিশের সামনে কিভাবে নীলবাতির গাড়ি নিয়ে ঘুরে বেড়াল দেবাঞ্জন, রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের

বুধবার ভোর থেকে দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বহু মানুষকে ৷ তাঁদের অধিকাংশই ষাটোর্ধ্ব । এঁদের কারও প্রথম ডোজ নেওয়ার পর 84 দিন সময় হয়ে গিয়েছে ৷ আবার কারও 87 দিনও পেরিয়ে গিয়েছে । দিন তিনেক ধরে একই ভাবে ঘুরে যাচ্ছেন, কিন্তু মিলছে না দ্বিতীয় ডোজ ৷ আগাম জানতেও পারছেন না কোনদিন টিকা দেওয়া বন্ধ থাকবে ৷ এমনই অভিযোগ ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে টিকা নিতে আসা সকলের ।

তবে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে সকাল সকাল তেমন ভিড় না থাকলেও কিছু মানুষ টিকাকরণ কেন্দ্রে গিয়ে নোটিশ বোর্ডে চোখ বুলিয়ে ফিরে যাচ্ছেন । মিলছে না দ্বিতীয় ডোজ ৷ সঠিক সময়ে দ্বিতীয় ডোজ না-নেওয়া হলে কোনও ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই ৷

আরও পড়ুন:ভারতের তৈরি কোভ্যাকসিন করোনার আলফা ও ডেলটা প্রজাতির উপর কার্যকর, জানালো এনআইএইচ

যদিও টিকাকরণ কেন্দ্রগুলি থেকে এ বিষয়ে জানানো হয়, সরবরাহ না থাকায় তাঁদের এ বিষয়ে কিছু বলার বা করার নেই ৷ পুনরায় সরবরাহ সচল হলে টিকাকরণের প্রক্রিয়া স্বাভাবিক হবে ।

ABOUT THE AUTHOR

...view details