ঘাটাল, 30 জুন: করোনা টিকার প্রথম ডোজ (Covid Vaccine) নেওয়ার পর কারও পেরিয়ে গিয়েছে 84 দিন ৷ আবার কারও পেরিয়ে গিয়েছে 87 দিন ৷ কিন্তু মিলছে না টিকার দ্বিতীয় ডোজ । টিকা পেতে দেরি হওয়ায় চরম হয়রানির মুখে পড়েছেন মানুষজন ৷ দিনের পর দিন টিকাকেন্দ্রগুলিতে ঘুরে ঘুরেও টিকা না-পেয়ে প্রবল আতঙ্কে ভুগছেন প্রাপকরা ।
টিকার সরবরাহ না-থাকায় ফের বন্ধ টিকাকরণ প্রক্রিয়া ৷ আর তাতেই টিকা পেতে চরম দুর্ভোগে পড়ছেন টিকা প্রাপকরা ৷ চরম হতাশা ও আশঙ্কায় তাঁদের দিন কাটছে ৷ যাঁদের প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজের সময় হয়ে গিয়েছে, সবচেয়ে বেশি চিন্তায় রয়েছেন তাঁরা ৷
টিকা নিয়ে হয়রানির এই ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বিভিন্ন টিকাকরণ কেন্দ্রে । চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল ও ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল 29 জুলাইতেই নোটিশ দিয়ে ঘোষণা করেছে যে, টিকার সরবরাহ না-থাকায় টিকাকরণ বন্ধ থাকবে । অপরদিকে, ঘাটাল মহকুমা হাসপাতালের তরফে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কোভিশিল্ড টিকা না-থাকায় প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ থাকবে ৷ শুধুমাত্র কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে ঘাটাল মহকুমা হাসপাতালে ।
আরও পড়ুন:পুলিশের সামনে কিভাবে নীলবাতির গাড়ি নিয়ে ঘুরে বেড়াল দেবাঞ্জন, রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের