পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Meeting at Keshpur: অভিষেকের সভার জেরে অমিল বাস ! সমস্যায় নিত্যযাত্রীরা - Abhishek Banerjee Meeting at Keshpur

আনন্দপুরে অভিষেক বন্দোপাধ্যায়ের জনসভার (Abhishek Banerjee Meeting at Keshpur) কারণে রাজ্য সড়কে পাওয়া যাচ্ছে না বাস বলে অভিযোগ ৷ সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা ৷

People face commuting issues
অভিষেকের সভা

By

Published : Feb 4, 2023, 1:59 PM IST

অভিষেকের সভার কারণে অমিল বাস

ঘাটাল, 4 ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলায় সাজ সাজ রব ৷ এই প্রথম কেশপুরের আনন্দপুরে সভা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ( TMC All India General Secretory Abhishek Banerjee) ৷ তবে এই সভা ঘিরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ৷ জনসমাবেশের জন্য তুলে নেওয়া হয়েছে বেশ কিছু বাস ৷ আর যার ফলে দুর্ভোগে নিত্যযাত্রীরা (People face commuting issues) । এরকমই অভিযোগ পশ্চিম মেদিনীপুরের সর্বত্র । তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ঘাটালের মানুষজন ৷ দেখা দিয়েছে ক্ষোভও ।

শনিবার সকাল থেকে এমনই যাত্রী দুর্ভোগের ছবি ধরা পড়ল ঘাটাল মহকুমার সর্বত্র । ঘাটাল, চন্দ্রকোনা ক্ষীরপাই, দাসপুর-সহ বিভিন্ন জায়গায় একই ছবি ৷ বাসস্ট্যান্ডগুলিতে সারি সারি দাঁড়িয়ে নিত্যযাত্রীরা ৷ গন্তব্যে পৌঁছাতে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থেকে হয়রানির শিকার হচ্ছেন তারা । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জনসভায় দলীয় কর্মীসমর্থকদের যাওয়ার জন্য রুট থেকে বাস তুলে নেওয়ায় গন্তব্যস্থলে পৌঁছতে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে নিত্যযাত্রীদের ৷ এমনই দাবি তাদের । গন্তব্য পৌঁছতে যাত্রীদের একমাত্র ভরসা এখন মারুতি থেকে শুরু করে ট্রেকারের মতো ছোটো গাড়ি ৷

বাস না থাকায় এইসমস্ত ছোটো গাড়ির চালকরা ইচ্ছা মতো ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ ৷ যাত্রীদের অভিযোগ, সকাল থেকেই দাঁড়িয়ে রয়েছেন তারা ৷ কিন্তু কোনও বাসের দেখা মিলছে না । ফলে মারুতি, ট্রেকার, অটোতে যাতায়াত করতে হচ্ছে ৷ আর তাতে ভাড়া পড়ছে প্রচুর বেশি ৷ কিন্তু উপায় নেই । বিমল বিশ্বাস বলেন, "মূলত এই জনসমাবেশের জন্যই বাস মনে হয় তুলে নেওয়া হয়েছে । তাই আমাদের দুর্ভোগে পড়তে হচ্ছে ৷"

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে আজ কেশপুরের আনন্দপুরে অভিষেক বন্দোপাধ্যায়ের সভার আয়োজন করা হয়েছে ৷ এই সভায় বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় উপস্থিত থাকতে পারেন বলে জল্পনা দানা বেঁধেছে ৷ তবে রাজনৈতিক মহলের একটা বড় অংশই মনে করছে এমনটা নাও হতে পারে । এই সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কী বার্তা দেবেন সেদিকেই তাকিয়ে সকলে ৷ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা থেকে কর্মী ও সমর্থকেরা এখানে আসবে বলে খবর ৷ তার জন্য বাস ও গাড়ির প্রয়োজন ৷ সেজন্য রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছে বাস এবং বিপাকে যাত্রীরা বলে অভিযোগ বিরোধীদের ৷

আরও পড়ুন:আজ আনন্দপুরে অভিষেকের সভা! হিরণের উপস্থিতি ঘিরে জল্পনা

ABOUT THE AUTHOR

...view details