ঘাটাল, 4 ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলায় সাজ সাজ রব ৷ এই প্রথম কেশপুরের আনন্দপুরে সভা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ( TMC All India General Secretory Abhishek Banerjee) ৷ তবে এই সভা ঘিরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ৷ জনসমাবেশের জন্য তুলে নেওয়া হয়েছে বেশ কিছু বাস ৷ আর যার ফলে দুর্ভোগে নিত্যযাত্রীরা (People face commuting issues) । এরকমই অভিযোগ পশ্চিম মেদিনীপুরের সর্বত্র । তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ঘাটালের মানুষজন ৷ দেখা দিয়েছে ক্ষোভও ।
শনিবার সকাল থেকে এমনই যাত্রী দুর্ভোগের ছবি ধরা পড়ল ঘাটাল মহকুমার সর্বত্র । ঘাটাল, চন্দ্রকোনা ক্ষীরপাই, দাসপুর-সহ বিভিন্ন জায়গায় একই ছবি ৷ বাসস্ট্যান্ডগুলিতে সারি সারি দাঁড়িয়ে নিত্যযাত্রীরা ৷ গন্তব্যে পৌঁছাতে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থেকে হয়রানির শিকার হচ্ছেন তারা । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জনসভায় দলীয় কর্মীসমর্থকদের যাওয়ার জন্য রুট থেকে বাস তুলে নেওয়ায় গন্তব্যস্থলে পৌঁছতে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে নিত্যযাত্রীদের ৷ এমনই দাবি তাদের । গন্তব্য পৌঁছতে যাত্রীদের একমাত্র ভরসা এখন মারুতি থেকে শুরু করে ট্রেকারের মতো ছোটো গাড়ি ৷