দাসপুর(পশ্চিম মেদিনীপুর) 27 মার্চ : বেহাল দশা বাসুদেবপুর পঞ্চাননতলা চন্দ্রেশ্বর খালের উপর কংক্রিটের সেতুর । ভেঙে গিয়েছে সেতুর রেলিং ৷ 1 নম্বর ও 2 নম্বর ব্লকে সংযোগ স্থাপনের জন্য ভরসা এই কংক্রিটের সেতুর উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত ৷ যেকোনও সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতু মেরামত নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনও ভ্রুক্ষেপ নেই ৷ এমনকী স্থানীয় পঞ্চায়েত প্রধানও নির্বিকার (Dilapidated Concrete Bridge)৷
ব্রিটিশ আমলে তৈরি এই কংক্রিটের সেতু প্রায় 30 বছর ধরে সংস্কার হয়নি ৷ কয়েক বছর আগেই ভেঙে গিয়েছে সেতুর কংক্রিটের রেলিং ৷ শুধু তাই নয়, খসে পড়ছে সিমেন্টের পলেস্তরা, লোহার রড বেরিয়ে জরাজীর্ণ দশা । অথচ এই সেতু দিয়েই বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী এবং পণ্যবাহী গাড়ি যাতায়াত করে বলে দাবি এলাকাবাসীদের। সেতুতে কোনও লেহার রেলিং না থাকায় যাত্রীবাহী গাড়ি চলাচলের সময় যে কোনও মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে । তাই দ্রুত কংক্রিটের সেতু মেরামতের দাবি তুলেছেন এলাকার মানুষজন ।