সবং, 27জুন : জম্মু-কাশ্মীরের অনন্তনাগেজঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু ঘটল সবং-এর এক বাঙালিCRPFজওয়ানের। শোকের ছায়া পশ্চিমমেদিনীপুরের সবং থানা এলাকায় । বাড়ির লোকের সঙ্গে দেখা করতে যান বিধায়ক মানসভুঁইয়া । পরিবারকে জানান সমবেদনা ।
প্রতিদিনইসংঘর্ষ চলছে জম্মু-কাশ্মীরে। সেই জম্মু-কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি সংঘর্ষের ঘটনায়মৃত্যু ঘটলCRPF-রএক জওয়ানের । একই সঙ্গে মৃত্যু ঘটে এক বালকের । এই জঙ্গী হামলার ঘটনায় মৃত্যুঘটল পশ্চিম মেদিনীপুরের সবং এর শ্যামল দে নামে একCRPFজওয়ানের । প্রতিদিনকার মতো পাহারাদিচ্ছিল90নম্বরব্যাটালিয়নের সিআরপি জওয়ানরা। তাঁদের পাহারা ছিল দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলারবিজবেহরা অঞ্চলে পাদশাবহি বাগ সেতুর কাছে । টহলরতCRPF-এর90নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের ওপরআচমকা গুলিবর্ষণ শুরু করে দেয় জঙ্গিরা । আহত হয় এক বালক সহCRPF-এর দুই জওয়ান । এরপর তাদেরকেহাসপাতালে নিয়ে গেলে শ্যামল দে ও ওই বালকের মৃত্যু হয় । ওই বালকের বাড়ি কুলগামে। মৃত জওয়ানের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার দান্দরা গ্রাম পঞ্চায়েতেরসিংপুর গ্রামে । এই শ্যামল দে2015সালে সেনাবাহিতে যোগ দেন । বর্তমানে তিনি90ব্যাটেলিয়ানে কাশ্মীরের অনন্তনাগেকর্মরত ছিলেন । দু-একদিনের মধ্যেই শহিদ জওয়ান এর দেহ নিয়ে আসা হবে ।