পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Odisha Train Accident: বালাসোর ট্রেন দুর্ঘটনায় দেহ শনাক্ত করতে ভুবনেশ্বরের টোল-ফ্রি নম্বর জানাল পশ্চিম মেদিনীপুর প্রশাসন - Train Accident

ভুবনেশ্বরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বালাসোরে ট্রেন দুর্ঘটনায় মৃতদের দেহ ৷ অশনাক্ত দেহ শনাক্ত করতে পরিজনদের ভুবনেশ্বরে যোগাযোগ করতে বলা হয়েছে ৷ এর জন্য বেশ কয়েকটি জরুরি পরিষেবার নম্বর ও একটি ওয়েবসাইট চালু করা হয়েছে ৷

Odisha Train Accident ETV BHARAT
Odisha Train Accident

By

Published : Jun 4, 2023, 9:58 PM IST

ভুবনেশ্বরের টোল-ফ্রি নম্বর জানাল পশ্চিম মেদিনীপুর প্রশাসন

পশ্চিম মেদিনীপুর, 4 জুন: বালাসোরে জোড়া ট্রেন দুর্ঘটনায় অশনাক্ত দেহগুলি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভুবনেশ্বরে ৷ 165টি দেহ ভুবনেশ্বর এইমস-সহ মোট 5টি হাসপাতালের মর্গে রাখা রয়েছে ৷ এই নিয়েই রবিবার সাংবাদিক বৈঠক করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক এবং পুলিশ সুপার ৷ জেলার কোনও ব্যক্তি বালাসোর ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ থাকলে, তাঁদের পরিবারের সদস্যদের ভুবনেশ্বরে যোগাযোগ করতে বলা হয়েছে ৷ 24 ঘণ্টার একটি টোল-ফ্রি নম্বর এবং পাঁচটি হাসপাতালের নোডাল অফিসারদের ফোন নম্বর দেওয়া হয়েছে ৷ পাশাপাশি, ওড়িশা সরকারের তরফে চালু করা ওয়েবসাইটের মাধ্যমেও নিখোঁজ অথবা মৃতদের শনাক্ত করতে পারবেন পরিজনরা ৷

এদিন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, ওড়িশা প্রশাসনের তরফে তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে ৷ এখনও পর্যন্ত যে 165টি দেহ অশনাক্ত অবস্থায় রয়েছে, সেগুলিকে ভুবনেশ্বর এইমস ও অন্যান্য আরও 4টি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷ যার মধ্যে 100টি দেহ রাখা রয়েছে এইমস হাসপাতালে ৷ পুলিশ সুপার জানিয়েছেন, ভুবনেশ্বরের পাঁচটি হাসপাতালে নোডাল আধিকারিকরা রয়েছেন ৷ তাঁদের ফোন নম্বর শেয়ার করা হয়েছে ৷ পাশাপাশি, একটি 24 ঘণ্টার টোল-ফ্রি নম্বর চালু করেছে ওড়িশা সরকার ৷

আরও পড়ুন:নবীনকে ফোন করে খোঁজ নিলেন মোদি, ক্ষতিপূরণ ঘোষণা ওড়িশা সরকারের

ভুবনেশ্বরের সত্যনগর বিএমসি-আইসিওএমসি টাওয়ারে কন্ট্রোল রুম খোলা হয়েছে ৷ সেখান থেকে আহত ও মৃতদের সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে ৷ পরিবারের সদস্যরা প্রিয়জনদের খোঁজ করতে সেখানে যোগাযোগ করতে পারবেন ৷

কন্ট্রোল রুমের টোল-ফ্রি নম্বর- 18003450061 / 1929

পাশাপাশি, পাঁচ হাসপাতালের নোডাল অফিসার এবং তাঁদের সঙ্গে যোগাযোগের নম্বর হল-

রাজেশ প্রধান, ফোন নম্বর- 6370946287

আশিস পাত্র, ফোন নম্বর- 7978095293

দেবাশিস মিশ্র, ফোন নম্বর- 6370585221

দীপক কুমার রাউত, ফোন নম্বর- 8249217415

সন্দীপ মহারানা, ফোন নম্বর- 8847822559

ওড়িশা সরকারের তরফে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে ৷ সেখান থেকেও মৃতদেহ শনাক্ত করা যাবে ৷ ওয়েবসাইটটি হল- srcodisha.nic.in

আরও পড়ুন:সিগনালিং-এ সমস্যা ছিল, জানাল রেল বোর্ড; দেওয়া হল হেল্পলাইন নম্বর

উল্লেখ্য, শুক্রবার রাতের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত 275 জনের মৃত্যুর খবর জানিয়েছেন সরকার ৷ পাশাপাশি, আহতের সংখ্যা 1 হাজার ছাড়িয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে দিল্লি এইমস থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলকে বায়ুসেনার বিমান এয়ারলিফ্ট করে ভুবনেশ্বরে পাঠানো হয়েছে ৷ তাঁরা গুরুতর আহতদের চিকিৎসা করবেন ৷

ABOUT THE AUTHOR

...view details