পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জেলখানাতেই বোধহয় ভালো ছিলাম : ছত্রধর

ঝাড়গ্রাম রাজবাড়িতে ছত্রধর মাহাতর বৈঠক করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় । আজ ঝাড়গ্রামে ঝুমুরমেলা উদ্বোধন উপলক্ষে আসেন তিনি ।

partha Chattopadhyay in the house of chatradhar
ছত্রধরের বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়

By

Published : Feb 8, 2020, 11:49 PM IST

Updated : Feb 9, 2020, 9:47 PM IST

ঝাড়গ্রাম, 8 ফেব্রুয়ারি : দীর্ঘ 11 বছর পর সদ্য জামিনে মুক্ত পেয়েছেন ছত্রধর মাহাত । ঘরে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানোর ফুরসত পারছেন না । দেখা করতে আসছেন একের পর এক নেতা এবং আরও অনেকে । তেমনই আজ ছত্রধরের সঙ্গে দেখা করতে এসেছিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।

ঝাড়গ্রামের ঝুমুরমেলা উদ্বোধন উপলক্ষে জঙ্গলমহলে আসেন পার্থ চট্টোপাধ্যায় । উদ্বোধনের পরেই এক প্রস্ত বৈঠক সারলেন ছত্রধর মাহাতর সঙ্গে । বৈঠকে উপস্থিত ছিলেন ছত্রধরের স্ত্রী নিয়তি মাহাত । বৈঠকের পর ছত্রধর মাহাত বলেন, " পার্থ চট্টোপাধ্যায়কে বললাম, জেলখানাতেই বোধহয় ভালো ছিলাম । কৌতূক করেই অবশ্য বলেছি ৷ রোজ অনেক মানুষ আসছে । আজও পার্থবাবু এসেছেন । তবে বিধানসভা ভোটে দাঁড়ানো বিষয়ে এখনও কিছু মনস্থির করিনি । "

"জেলখানাতেই বোধহয় ভালো ছিলাম", পার্থকে বললেন ছত্রধর

তিনি আরও বলেন, "আমার গ্রামের লোকজনকে আগে বুঝি । তাদের অভাব অভিযোগ নিয়ে ভাবি । তারপর ভেবে দেখব প্রার্থী হিসাবে মনোনয়নের কথা ।" অন্যদিকে ছত্রধরের সঙ্গে বৈঠক করে বেরিয়ে পার্থবাবু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমরা অনেক পুরোনো বন্ধু । এর আগেও আন্দোলনের সময় ওর সঙ্গে দেখা করতাম । ও যখন সময় চাইছে সময় নিক । নিজের মানুষজন, ঘরের লোক, গ্রামের লোককে প্রথমে চিনুক । তারপর স্থির করুক ।"

Last Updated : Feb 9, 2020, 9:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details