ক্ষীরপাই, 1 সেপ্টেম্বর: বস্তা খুলতেই চক্ষু চড়কগাছ রান্নার কর্মীদের । তবে সাপ বা কোন ও জন্তু-জানোয়ার নয়, চাল দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা । আসল না প্লাস্টিক চাল তা নিয়ে চলে দ্বন্দ্ব । তবে শেষ পর্যন্ত চালের তথ্য গিয়েছে উপরমহলে ।
প্লাস্টিক নাকি ভিটামিন যুক্ত চাল ধন্দে ছিলেন শিশু শিক্ষা কেন্দ্রের (SSK Centre) রান্নার কর্মীরা । ঘটনাটি ঘটেছে বুধবার ক্ষীরপাই পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে । জানা গিয়েছে, ওই ওয়ার্ডের এক শিশু শিক্ষা কেন্দ্রে সকালে বাচ্চাদের জন্য রান্নার চাল আনতে গিয়ে বস্তা খুলতেই হচকচিয়ে যান কর্মীরা । চালের বস্তার ভিতর দেখেন সাদা-সাদা লম্বা চাল ৷ স্থানীয় এলাকার মানুষজন এসে দেখেন, শিশুদের জন্য রান্নার চালে লম্বা সাদা চাল । স্থানীয়দের দাবি, এটি প্লাস্টিক চাল ।
বস্তা খুলতেই চক্ষু চড়কগাছ রান্নার কর্মীদের এই বিষয়ে চন্দ্রকোনা-1 নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, "বিষয়টি জানতে পেরেছি ৷ এই নিয়ে আমরা খাদ্য দফতরের সঙ্গে কথা বলছি ।" যদিও কর্মীদের বক্তব্য, "গত চারদিন ধরেই এই চাল আমরা রান্না করছি এবং শিশুদের খাওয়াচ্ছি । আমরা ভেবেছিলাম চালে মনে হয় পোঁকা ধরেছে ৷ কিন্তু আজকে যখন ভালো করে দেখলাম দেখি এতে অন্য চাল মেশানো রয়েছে । যে চালটা মেশানো রয়েছে, সেটি লম্বা লম্বা এবং সাদা সাদা । এরপর আমরা আশেপাশের লোকজনকে দেখাই ৷ তারাই বলল এটা প্লাস্টিক চাল । আমরা বিষয়টা স্কুলের শিক্ষিকাকে জানিয়েছি এবং উপরমহলেও জানানো হয়েছে ।"
স্কুলের রান্নার চাল ঘিরে আতঙ্ক ছড়াল শিশু শিক্ষা কেন্দ্রে আরও পড়ুন:চিপস খাওয়া নিয়ে গণ্ডগোল, ছাত্রকে মারধরের অভিযোগ বন্ধুর বাবার বিরুদ্ধে
ঘটনার পরেই নড়ে চড়ে বসে প্রশাসন এবং চট জলদি খাদ্য দফতরে এই চাল পরীক্ষা করার জন্য পাঠানো হয় (People panicked due to plastic rice in SSK centre) ।