চন্দ্রকোণা, 18 মে : চন্দ্রকোণায় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে 100 দিনের কাজ নিয়ে গন্ডগোল ৷ পঞ্চায়েত প্রধানের অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই । পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা 1নং ব্লকের তাতালপুর জাড়া 2নং গ্রাম পঞ্চায়েতের ঘটনা ৷ সোমবার বিকেলে ঘটনাটি ঘটলেও মঙ্গলবার সকাল পর্যন্ত পঞ্চায়েত প্রধানের অফিসে ভাঙচুর ও লন্ডভন্ডের ছবি স্পষ্ট । এ বিষয়ে পঞ্চায়েত প্রধানের সঙ্গে বহুবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি ৷
ওই ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সুজয় পাত্র জানান, এটা তাঁদের নিজেদের ব্যাপার, নিজেরা মিটিয়ে নিয়েছেন । যদিও সরকারি সম্পত্তি কেন ভাঙচুর হল এবং তৃণমূলের নেতারা কেন তা করলেন, সে বিষয়ে কেউ মুখ খুলতে চাননি ।