পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Painting On Mud House Walls: বাঁচার স্বপ্ন দেখাচ্ছে ঝাড়গ্রামের 'খোয়াব গাঁ' ! - ঝাড়গ্রামের খবর

খোয়াব গাঁয়ের দেওয়ালচিত্র (Painting On Mud House Walls) নজর কাড়বে যে কারও ! খবর দিলেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷

Painting On Mud House Walls in a village of Jhargram can improve livelihood of local people
খোয়াব গাঁ

By

Published : Feb 9, 2023, 7:34 PM IST

স্বপ্নে বুঁদ খোয়াব গাঁ

লালবাজার (ঝাড়গ্রাম), 9 ফেব্রুয়ারি: আপনি কি ঘুরতে ভালোবাসেন ? তাহলে চলুন, বেড়িয়ে আসি ৷ জঙ্গল ঘেরা 'খোয়াব গাঁ'য়ে ৷ এই গ্রামের সাদা-সিধা মানুষগুলো আপনাকে স্বাগত জানাতে সবসময় তৈরি ৷ তবে, একটা কথা কিন্তু গ্যারান্টি দিয়ে বলব, খোয়াব গাঁয়ে ঢুকলেই আপনি অবাক হবেন ! কেন ? তবে চলুন, একটু না হয় ভেঙেই বলি সবটা ৷

বছর কয়েক আগের কথা ৷ ঝাড়গ্রামে লালবাজারে বেড়াতে এসেছিলেন কলকাতার জনা কয়েক পর্যটক ৷ গড়পড়তা ঘোরার জায়গা তাঁদের পছন্দ নয় ৷ তাই তাঁরা এসেছিলেন অখ্যাত লালবাজারে ৷ এই গ্রামে আদিবাসীদের বাস ৷ এঁদের কেউ লোধা, কেউ শবর, আবার কেউ বা কুড়মি ৷ গ্রামে দারিদ্র্যের ছাপ সর্বত্র ৷ কলকাতার সেই পর্যটকরা ভাবলেন, হতদরিদ্র গ্রামের এই সহনাগরিকদের জন্য কিছু একটা করা দরকার ৷ যেমন ভাবা, তেমনই কাজ ৷ সেই কাজ শুরু হল পাঁচবছর আগে ৷

ফুটিয়ে তোলা হয়েছে জঙ্গলের ছবি

আরও পড়ুন:পাখি দেখতে গ্রামে আসুন পর্যটকরা, চাইছে সিতনটোলা

লালবাজারে বেড়াতে আসা কলকাতার সেই পর্যটকরা চালচিত্র অ্য়াকাডেমি নামে একটি সংস্থার সঙ্গে যুক্ত ৷ তাঁরা গ্রামের বাসিন্দাদের মাটির দেওয়ালে ফুটিয়ে তুললেন রকমারি চিত্র (Painting On Mud House Walls) ৷ আঁকতে শেখালেন গ্রামের কচিকাঁচাদের ৷ সেই শুরু ৷ এখন বছর বছর মাটির দেওয়ালে সমস্ত চিত্র বদলে যায় ৷ সেই ছবি দেখতে বহু মানুষ আসেন শহর থেকে ৷ চালচিত্র অ্য়াকাডেমির সদস্য মৃণাল মণ্ডল জানালেন, তাঁরা চান এভাবেই অখ্যাত গ্রামে ভিড় বাড়ুক পর্যটকদের ৷ কালক্রমে গ্রামকে ঘিরে তৈরি হোক শিল্পকলার একটি কেন্দ্র ৷ এটাই তাঁদের স্বপ্ন ৷ আর তাই গ্রামের নাম 'খোয়াব গাঁ' !

দেওয়ালচিত্রে গ্রামের রোজনামচা

এখন আশপাশের গ্রামে গেলেও খোয়াব গাঁয়ের নাম শোনা যায় ৷ তার আসল নাম যে লালবাজার, তা যেন লোকে ভুলেই গিয়েছে ! চালচিত্র অ্য়াকাডেমির সংস্পর্শে আসার পর থেকে গ্রাম নিয়ে নতুন করে ভাবতে শিখেছেন এখানকার বাসিন্দারা ৷ তাই গ্রামের চারপাশ পরিষ্কার, পরিচ্ছন্ন রাখেন তাঁরা ৷ তাতে ছবির দেওয়াল আরও সুন্দর লাগে ৷

দেওয়ালচিত্র

এছাড়াও, গাছের মূল, ডালপালা দিয়ে কাটুম-কুটুম করা হয় ৷ গ্রামের বাচ্চাদের সেই কাজ হাতেকলমে শিখিয়েছেন চালচিত্র অ্য়াকাডেমির সদস্যরা ৷ সেইসব কাজ নিয়ে একটি সংগ্রহশালাও তৈরি করা হয়েছে ৷ একইসঙ্গে, গ্রামের ছেলেমেয়েদের ডোকরার কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ ঠিক হয়েছে, গ্রামেই কয়েকটি কটেজ তৈরি করা হবে ৷ সেখানে দেশ-বিদেশ থেকে শিল্পীরা এসে, থেকে নিজেদের কাজ করতে পারবেন ৷ এতে গ্রামের মানুষের আয় হবে ৷ তাঁরা নতুন নতুন কাজও শিখতে পারবেন ৷ এভাবেই এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে খোয়াব গাঁ ৷

ABOUT THE AUTHOR

...view details