পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রয়াস সংস্থার উদ্যোগে রামজীবনপুরে চালু হল অক্সিজেন ব্যাঙ্ক

করোনার দ্বিতীয় ঢেউয়ে সবথেকে বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন অক্সিজেনের অভাবে ৷ অন্যদিকে চন্দ্রকোণা এক ব্লকে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এখনও ঊর্ধ্বমুখী ৷ বাদ নেই রামজীবনপুর পৌরসভাও । তাই রামজীবনপুর প্রয়াস সংস্থার তরফে খোলা হল অক্সিজেন ব্যাঙ্ক ৷

প্রয়াস সংস্থার উদ্যোগে রামজীবনপুরে চালু হল অক্সিজেন ব্যাঙ্ক
প্রয়াস সংস্থার উদ্যোগে রামজীবনপুরে চালু হল অক্সিজেন ব্যাঙ্ক

By

Published : Jun 3, 2021, 5:17 PM IST

চন্দ্রকোণা 3 জুন : করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার আট থেকে আশি সকলেই ৷ তার মধ্যে অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ ৷ এই পরিস্থিতিতে অক্সিজেনের অভাবে যাতে কেউ বেঘোরে প্রাণ না হারান, তাই রামজীবনপুর প্রয়াস সংস্থার তরফে খোলা হল অক্সিজেন ব্যাঙ্ক ৷ 1 জুন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা এক ব্লকের রামজীবনপুর পৌরসভার বাইপাস সংলগ্ন একটি বাড়িতে তৈরি করা হয়েছে এই অক্সিজেন ব্যাঙ্ক ৷

পৌরসভা সূত্রে খবর , চন্দ্রকোনা এক ব্লকে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এখনও ঊর্ধ্বমুখী ৷ বাদ নেই রামজীবনপুর পৌরসভাও। পৌর এলাকায় করোনা আক্রান্তদের মধ্যে অক্সিজেনের প্রয়োজনীয়তা উল্লেখযোগ্য ভাবে বাড়ছে । সেজন্যই রামজীবনপুরের প্রয়াস নামের এই সংস্থা বিনামূল্যে করোনা আক্রান্তদের অক্সিজেন পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রয়োজনে আক্রান্তদের বাড়িতেও অক্সিজেন পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তা ও সদস্যরা ৷

কী বললেন প্রয়াস সংস্থার কর্মকর্তা ?

সংস্থার এক কর্মকর্তা কল্যাণ তিওয়ারি জানান, গতবছর 2020 সালে এই করোনা পরিস্থিতির সময় সাধারণ মানুষের জন্য সেবামূলক কাজের লক্ষ্য নিয়েই সংস্থার পথচলা শুরু হয়। গতবছরের মতো এবছরও করোনা পরিস্থিতিতে সংস্থার তরফে রামজীবনপুর এলাকায় স্যানিটাইজার ,মাস্ক বিতরণ করা, সচেতনতামূলক প্রচার করা, করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি প্রয়োজনীয় ঔষধ, খাবার থেকে যাবতীয় সামগ্রী সরবরাহ করার কাজ করছেন সংস্থার সদস্যরা। করোনা রোগীদের অধিকাংশের অক্সিজেনের প্রয়োজন পড়ছে ৷ এই নিয়ে সংস্থার কাছেও অনেক ফোন আসছে । সেজন্যই এবার প্রয়াস সংস্থা এলাকায় অক্সিজেন ব্যাঙ্ক করার সিদ্ধান্ত নিয়েছে ।

আরও পড়ুন :সলিসিটর জেনারেলের বক্তব্য শেষ, নারদ মামলার পরবর্তী শুনানি সোমবার

করোনা পরিস্থিতিতে এই সংস্থার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। করোনা মোকাবিলায় রামজীবনপুরবাসীর স্বার্থে সবরকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে এই সংস্থা ৷ উল্লেখ্য গত 24 ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে নতুনভাবে করোনা সংক্রমিত হয়েছেন 277 জন ৷ মৃত্যু হয়েছে পাঁচজনের ৷ আরটিপিসিআর টেস্ট হয়েছে 111 জনের ৷

ABOUT THE AUTHOR

...view details