চন্দ্রকোণা, 18 সেপ্টেম্বর : প্রায় দেড় মাস আগের বন্যায় ভেঙে গিয়েছে বাড়ি ৷ গৃহহীন হয়ে তখন থেকেই পাইকপাড়া প্রাথমিক স্কুলেই দিন কাটছে দুই পরিবারের । এখনও বন্যার জল না নামায় ফিরতে পারছেন না নিজেদের গ্রামে ৷ ফলে অনির্দিষ্টকালের জন্য এখন দু‘টি স্কুলই অস্থায়ী ঠিকানা চন্দ্রকোণার অসহায় পাঁচটি পরিবারের । পরিস্থিতি খারাপের জন্য পরিবারগুলিকে আপাতত এই স্কুলে থাকতেই নির্দেশ দিয়েছেন চন্দ্রকোণা 1 নং ব্লকের বিডিও ।
দেড়মাস যাবৎ তাই গ্রামের স্কুলেই দিন কাটছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা 1 ব্লকের মনোহরপুর 1 গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়া ও খড়কপুর গ্রামের পাঁচটি পরিবারের । বিগত একমাস আগে প্রবল বর্ষণ ও ব্যারেজের ছাড়া জলে প্লাবিত হয় চন্দ্রকোণার পাইকপাড়া ও খড়কপুর গ্রাম । প্রায় 4-5 দিন জলবন্দি ছিল গোটা গ্রাম । সেই সময় পাইকপাড়া গ্রামের স্বদেশ, স্বপন ও সুবিমল দোলুইদের কাঁচা বাড়ি ভেঙে পড়ে ৷ গৃহহারা হয়ে বাড়ির মহিলা, শিশু ও বয়স্কদের নিয়ে আসবাব-সহ আশ্রয় নিতে হয় পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ।
আরও পড়ুন :Waterlog : নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা
তখন থেকেই স্কুলের ভিতর একটি ঘরেই দিন কাটাচ্ছেন পাইকপাড়া গ্রামের দুটি পরিবারের 10-12 জন সদস্য । একটা ঘরে অসুবিধা হলে কখনও কখনও স্কুলের খোলা বারান্দাতেও রাত কাটাতে হচ্ছে তাঁদের ৷ একইভাবে পাশের খড়কপুর প্রাথমিক স্কুলেও রয়েছে তিনটি পরিবার ৷