পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেদিনীপুরে ইফতারের জন্য ফলের বদলে পিঁয়াজ দিল তৃণমূল ! - iftar meal distributed by local tmc members

ইফতারের জন্য তৃণমূলের তরফে পাঁচ রকম ফল,মিষ্টির বদলে দেওয়া হয়েছে এক কেজি পিঁয়াজ, চিনি, দুটো কলা ও ছোলা।

ছবি

By

Published : May 22, 2020, 6:05 PM IST

মেদিনীপুর, 22 মে : কয়েকদিন পর ইদ । তাই আজ মেদিনীপুরের 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটি ইফতারের সামগ্রী বিতরণ করছিল । দেখা যায়, পাঁচ রকম ফল ও মিষ্টির পরিবর্তে দেওয়া হয়েছে এক কিলো পিঁয়াজ, সোয়াবিন,চিনি । ঘটনায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা । যদিও না জেনেই এই কাজ হয়েছে বলে দাবি ওয়ার্ড কমিটির সদস্যদের ।

কোরোনা সংক্রমণ এড়াতে এবার এক জায়গায় সম্মিলিত হয়ে ইফতারের আয়োজন করা হচ্ছে না । তার বদলে বাড়িতে বাড়িতে ইফতারের প্রয়োজনীয় পাঁচ রকমের ফল,মিষ্টি, নতুন জামা-কাপড় পৌঁছে দেওয়া হচ্ছে । মেদিনীপুর শহরের 20 নম্বর ওয়ার্ডে এই পাঁচ রকম ফল বিতরণ করা হচ্ছিল তৃণমূলের তরফে । তা নিয়েই বিতর্কের সূত্রপাত । আজ নজরগঞ্জ এলাকার শতাধিক পরিবারের হাতে ইফতারের সামগ্রী তুলে দেওয়া হয় । কিন্তু পাঁচ রকম ফল, মিষ্টির বদলে এক কেজি পিঁয়াজ,চিনি,দুটো কলা ও ছোলা দেওয়া হয় ।

স্থানীয় বাসিন্দা নাজু বিবি বলেন, "এই ইফতারে আমাদের পিঁয়াজ দেওয়ার রীতি নেই । ইফতারে আমরা পিঁয়াজ খাব কীভাবে? সকাল থেকে বিকেল অবধি রোজা রেখে, না খেয়ে ধর্মীয় রীতিনীতি পালন করি আমরা । তারপর ফল খেয়ে রোজা খুলি। কিন্তু আমাদের কাঁচা পিঁয়াজ দেওয়া হয়েছে, যা কোনওকাজে লাগবে না।" অন্য এক বাসিন্দা শেখ মুক্তার বলেন, "ইফতারে পাঁচরকম ফল থাকে । কিন্তু দেওয়া হয়েছে দুটো পচা কলা, একটি সোয়াবিনের প্যাকেট,ছোলা, চিনি। যা আমাদের রীতিনীতির বাইরে ।"

ফলের বদলে পিঁয়াজ দেওয়া হয়েছে

এবিষয়ে 20 নম্বর ওয়ার্ড কমিটির সদস্য মৃণালকান্তি ঘোড়ই বলেন, "বিষয়টি জানতাম না আমরা। না জানার কারণেই হয়েছে । বসিয়ে ইফতার ভাঙার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু এই কোরোনা সংক্রমণে তা হয়ে ওঠেনি। তাই বাড়ি বাড়ি গিয়ে খাবার-ফল দিয়ে এসেছি আমরা । না জেনেই কোথাও ভুল হয়ে গেছে।"

ABOUT THE AUTHOR

...view details