খড়গপুর, 11 জুলাই: রেল শহর খড়্গপুরে শুট আউট । সোমবার রাতে এক বাইক আরোহীকে লক্ষ্য করে গুলি করে গুলি চালায় এক দুষ্কৃতী ৷ মৃতের নামে সঞ্জীব যাদব ওরফে জিলা ছটু (31) ৷ রাত 10টা নাগাদ খড়গপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে ৷ ইতিমধ্যেই অস্ত্র-সহ সোনু মিশ্রা নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷
সোমবার খুনের ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ বাহিনী ৷ পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় ৷ সেখানে থেকেই অভিযুক্ততে চিহ্নিত করে তাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনা প্রসঙ্গেই জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, "খড়গপুর শহরে একটি শুট আউটের ঘটনা ঘটেছে । তাতে একজনের মৃত্যু হয়েছে । অস্ত্র সহ এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । আমরা তদন্ত চালাচ্ছি ।" ঘটনায় আর কেউ জড়িত কিনা তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছ পুলিশ ৷