চন্দ্রকোনা,13 জানুয়ারি : হাতির হানায় প্রাণ গেল মহিলার ৷ আক্রান্ত আরও একজন । পাশাপাশি ক্ষয়ক্ষতি কয়েক বিঘা আলুর জমি । রাত থেকে সকাল পর্যন্ত দলছুট দাঁতালের তান্ডব চলে চন্দ্রকোনায় ।
ঘটনাস্থান চন্দ্রকোনা-২ ব্লকের কুঁয়াপুর ৪ নং গ্রাম পঞ্চায়েতের বালা হয়ে কুঞ্জবিহারীগঞ্জ, দিগারপাড়া, কুঁয়াপুরের ৷ গতকাল রাত থেকে সকাল পর্যন্ত তান্ডব চালায় ওই দলছুট দাঁতাল । এলাকায় তান্ডব চালিয়ে ক্ষয়ক্ষতি করে কয়েক বিঘা আলু জমি । গজানন দাস নামের বছর ৫৫ র এক ব্যক্তি সামনে পড়ে গেলে তাকে আঘাত করে কোমর ভেঙে দেয় ৷