খাকুড়দা, 4 অগাস্ট : মেদিনীপুর-দিঘা 5 নম্বর রাজ্য সড়কে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু একজনের । আহত গাড়িচালক সহ চার । লকডাউনে রাস্তা ফাঁকা ছিল । নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উলটে যায় গাড়িটি । ওই গাড়িতে লাগানো ছিল পুলিশের স্টিকার । কিন্তু কোনও পুলিশকর্মী গাড়িতে ছিলেন না । তদন্ত শুরু করেছে পুলিশ ।
আহতদের প্রাথমিক ভাবে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ।
পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার সকালে মেদিনীপুরে কোনও এক ব্যক্তিকে ছেড়ে পূর্ব মেদিনীপুরের উদ্দেশে রওনা দেয় ওই গাড়িটি l চাউলখোলা যাওয়ার সময় রাস্তা ফাঁকা ছিল । দ্রুত গতিতে যাচ্ছিল গাড়িটি l কিন্তু পূর্ব মেদিনীপুর ঢোকার আগে খাকুড়দায় নিয়ন্ত্রণ হারায় l পাশের নয়ানজুলিতে পড়ে যায় l ওই গাড়িতে পাঁচজন ছিল । মৃত্যু হয় শেখ তেজামুলের । বাকি চারজন গুরুতর আহত হন l আহত গাড়ির চালকও l