পশ্চিম মেদিনীপুর, 19 অগস্ট : ভুয়ো আইপিএস অফিসার গ্রেফতার পশ্চিম মেদিনীপুরে ৷ অভিযোগ, আইপিএস পরিচয় দিয়ে একাধিক ব্যক্তিকে চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করত মেদিনীপুর শহরের লাইব্রেরি রোডের বাসিন্দা সৌম্যকান্তি মুখোপাধ্যায় ৷ দীর্ঘদিন ধরেই ওই ভুয়ো আইপিএসের নামে অভিযোগ আসছিল ৷ সেইমতো তদন্তে নেমে পুলিশ সৌম্যকান্তি মুখোপাধ্যায় নামে ওই ভুয়ো আইপিএসকে গ্রেফতার করে ৷ অভিযুক্ত প্রতারককে গ্রেফতারের পর সাংবাদিক বৈঠক করে যাবতীয় তথ্য তুলে ধরেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার ৷
জানা গিয়েছে, মেদিনীপুর শহরের লাইব্রেরি রোডের বাসিন্দা সৌম্যকান্তি মুখোপাধ্যায় নিজেকে আইপিএস পরিচয় দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে চাকরি দেওয়ার নামে টাকা তোলে ৷ এমনকি ব্যাঙ্ক থেকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করেও টাকা তোলে সে ৷ অভিযোগ, সে সবাইকে বলত, ব্যাঙ্কের বড় আধিকারিকের সঙ্গে তার যোগাযোগ রয়েছে ৷ কিন্তু, সৌম্যকান্তি মুখোপাধ্যায় সবার থেকে টাকা নিয়ে চম্পট দেয় ৷ পুলিশের কাছে এ নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছিল ৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে ৷ গতকাল রাতে পুলিশ সৌম্যকান্তি মুখোপাধ্যায়কে তার বাড়ি থেকে গ্রেফতার করে ৷