চন্দ্রকোনা, 19 ডিসেম্বর: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের, গুরুতর আহত আরও এক যুবক ৷ সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ঝাড়ুল এলাকায় । দুই বন্ধু মিলে বাইক নিয়ে বেড়াতে বেরিয়ে পথ দুর্ঘটনায় শিকার হয় (one died in Chandrakona road accident) ।
জানা গিয়েছে, চন্দ্রকোনার গোপীনাথপুর এলাকার দুই যুবক সাহেব পাত্র ও দ্বীপ পাত্র এদিন বিকেলে একটি বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিল ৷ সন্ধে নাগাদ বাড়িতে খবর আসে কালিকাপুর-ঝাঁকরা রাজ্যসড়কের উপর উলটো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ওই বাইকের সংঘর্ষ হয় ৷ এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দ্বীপ পাত্র (১৯) নামে যুবকের । বাইকে থাকা সাহেব পাত্রর অপর আরোহী অবস্থা আশঙ্কাজনক (Chandrakona road accident)।