পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দাঁতনে তৃণমূল-BJP হামলা-পালটা হামলা, মৃত 1 - Danton Police Station

দাঁতনে তৃণমূল-BJP-র হামলা-পালটা হামলায় মৃত এক । জখম হয়েছে আরও পাঁচজন ।

TMC-BJP
ছবি

By

Published : Jun 18, 2020, 9:53 PM IST

দাঁতন, 18 জুন : দাঁতনে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ নিয়ে তৃণমূল ও BJP-র হামলা-পালটা হামলায় মৃত্যু হল এক BJP কর্মীর । উভয়পক্ষ মিলিয়ে জখম হয়েছে 5 জন । এদিকে দলীয় কর্মীর মৃত্যুতে থানা ঘেরাও করেন স্থানীয় BJP কর্মীরা । ঘেরাও মঞ্চ থেকে থানা জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি পুলিশকর্মীদের উর্দি খুলে মাঠে দৌড় করানোর হুমকি দেন BJP-র জেলা সভাপতি ।

কোরোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে ও লকডাউনে মানুষের হাতে নগদ অর্থ জোগানের জন্য বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ চলছে । দাঁতনেও প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ চলছে বিগত কয়েকদিন ধরে । এই প্রকল্পের কাজ নিয়েই এবার BJP ও তৃণমূলের দ্বন্দ্ব বাধে । গতকাল সকালে ও পরে রাতে এই আবাস যোজনার কাজকে কেন্দ্র করে হামলা ও পালটা হামলায় জখম হয় ছ'জন । এদের সকলকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় ।

গতকাল সকালে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ চলাকালীন তৃণমূল ও BJP-র মধ্যে বচসার সূত্রপাত হয়। অভিযোগ, তখনকার মতো সব কিছু মিটে গেলেও রাতে BJP কর্মীদের উপর লাঠি নিয়ে হঠাৎ অতর্কিতে হামলা চালায় স্থানীয় তৃণমূল কর্মীরা । সেইসময় ধারালো অস্ত্রের আঘাতে জখম হয় চার BJP কর্মী । জখম BJP কর্মীদের দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এদিকে হাসপাতালে ভরতি হওয়ার পর পবন জানা (27) নামে BJP-র এক কর্মী মারা যায় ।

অপরদিকে BJP-র পালটা হামলায় দুই তৃণমূল কর্মী জখম হয় বলে অভিযোগ । তাদেরও দাঁতন গ্রামীণ হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় ।

এদিকে BJP কর্মীর মৃত্যুর ঘটনায় আজ বিকেলে দাঁতন থানা ঘেরাও করেন স্থানীয় BJP কর্মীরা । ঘেরাও মঞ্চে উপস্থিত ছিলেন BJP-র জেলা সভাপতি সমিত দাস । তিনি বলেন, "আমরা আর কোনওদিন থানার কাছে আবেদন নিয়ে যাব না । আগামীকাল BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আসবেন । আমরা পুলিশকে বলতে চাই, যারা এই ধরনের কাজ করছে এবং তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে তাদের আমরা পরবর্তীকালে বুঝে নেব ।" পাশাপাশি এদিন ঘেরাও মঞ্চ থেকে থানা জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি পুলিশকর্মীদের উর্দি খুলে মাঠে দৌড় করানোর হুমকি দেন BJP-র জেলা সভাপতি ।

ABOUT THE AUTHOR

...view details