পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেলদায় বাজ পড়ে মৃত 1

চাষের কাজে মাঠে গেছিলেন বেলদার অমর্ষিয়ার স্বপন জানা ৷ বিকেল চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ ঙ্গে সঙ্গে পাশের জমিতে থাকা অন্য চাষিরা তাঁকে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ হাসপাতালেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

ফাইল ফোটো

By

Published : Aug 16, 2019, 7:48 PM IST

বেলদা, 16 অগাস্ট : চাষের কাজে গেছিলেন ৷ মাঠেই বাজ পড়ে মৃত্যু হল ব্যক্তির ৷ মৃতের নাম স্বপন জানা ৷ দুর্ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের বেলদার কাজিচকের ৷

চাষের কাজে মাঠে গেছিলেন বেলদার অমর্ষিয়ার স্বপন ৷ বিকেল চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ সঙ্গে সঙ্গে পাশের জমিতে থাকা অন্য চাষিরা তাঁকে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ খবর দেওয়া হয় পরিবারের লোকজনকে ৷ হাসপাতালেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ পরে ঘটনাস্থানে পৌঁছায় বেলদা থানার পুলিশ ৷ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷

রাজ্যে আজ বজ্রাঘাতে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে ৷ এর আগে ভিক্টেরিয়া মেমোরিয়ালের কাছে একজন ও পুরুলিয়ায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয় ৷

ABOUT THE AUTHOR

...view details