চন্দ্রকোনা, 26 নভেম্বর: লরির ধাক্কায় মৃত্যু হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীর । গুরুতর আহত তাঁর ভাইপো । শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে ঘাতক লরি ভাঙচুর করল উত্তেজিত জনতা ৷ প্রতিবাদে দীর্ঘক্ষণ চলল পথ অবরোধ । পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা । পরে মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী পৌঁছে লাঠি উঁচিয়ে ছত্রভঙ্গ করে ক্ষিপ্ত জনতাকে ।
শনিবার বিকেল নাগাদ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মাংরুল গ্রাম পঞ্চায়েতের তাতারপুর এলাকায় মাংরুল-আরামবাগ রাজ্য সড়কে । জানা গিয়েছে, আরামবাগের উদ্দেশ্য যাচ্ছিল একটি মালবোঝাই লরি । সেই সময় নেকড়বাগ থেকে তাতারপুরে সাইকেলে মেলা দেখতে যাচ্ছিল পিসি-ভাইপো । তাতারপুরে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা লরিটি ধাক্কা মারলে সাইকেল-সহ ভাইপো ছিটকে রাস্তার পাশে পড়ে যায় । আর পিসিকে টেনে হিঁচড়ে নিয়ে যায় ঘাতক লরি । ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার ৷ গুরুতর আহত হন ভাইপোও ।
মৃত মহিলা ও তাঁর ভাইপোর বাড়ি চন্দ্রকোনা থানার নেকড়বাগ গ্রামে ৷ মৃতের নাম অনিমা সিং(42)। তিনি একজন অঙ্গনওয়াড়ি কর্মী । আর এই ঘটনাতেই ক্ষিপ্ত হয়ে উঠে স্থানীয় জনতা । ঘাতক ওই লরিটিকে ঘিরে ফেলে লাঠিসোঁটা নিয়ে চড়াও হয় । ভাঙচুর করা হয় লরিটি । তাতেও ক্ষোভ কমেনি ৷ এরপর রাজ্যসড়ক অবরোধ শুরু করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা ও ঘাটাল থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়ে পুলিশও ৷ দীর্ঘক্ষণ রাজ্যসড়ক অবরুদ্ধ হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয় । পরে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নীশ্বর চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ।