চন্দ্রকোনা, 3 ডিসেম্বর : ট্রাক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু টোটো চালকের (Road Accident at Chandrakona) ৷ ঘটনায় আহত চারজন । শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের চন্দ্রকোনা 1 ব্লকের জাড়া এলাকায় বওড়ার শ্রীনগর-ক্ষীরপাই রাজ্য সড়কে ।
জাড়া এলাকার বাসিন্দা জয়দীপ চৌধুরী টোটোয় যাত্রী নিয়ে ক্ষীরপাই থেকে জাড়ার দিকে যাচ্ছিলেন । সে সময় শ্রীনগর থেকে ক্ষীরপাইয়ের দিকে একটি ট্রাক আসার সময় বওড়াতে টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । ফলে টোটো থেকে ছিটকে ট্রাকের সামনে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান টোটো চালক ৷ আহত হন চার যাত্রী ৷