'গুণধর ছেলে'র বিরুদ্ধে আদালতের দ্বারস্থ বৃদ্ধা মেদিনীপুর, 2 নভেম্বর: ভুল বুঝিয়ে মাকে দিয়ে সই করিয়ে সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে ৷ স্বামীর বাড়ি ফিরে পেতে আদালতের দ্বারস্থ হলেন 60 বছরের বৃদ্ধা ৷ ঘটনাটি ঘটেছে মেদিনীপুরে ৷ শহরের নজরগঞ্জ সমাজ বাড়ি এলাকার বাসিন্দা মিনতি দে ৷
জানা গিয়েছে, মারা যাওয়ার আগে স্ত্রীর নামে নিজের সম্পত্তি লিখে দিয়ে যান মিনতির স্বামী ৷ কিন্তু তাঁর মৃত্যু হওয়ার পরেই সেই সম্পত্তি আত্মসাৎ করেন বৃদ্ধার ছোট ছেলে সুশান্ত দে ৷ মিনতি দে বলেন, "স্বামীর মৃত্যুর পর আমার বড় ছেলে বাড়ি ছেড়ে চলে যায় । ছোট ছেলে ও বৌমাকে নিয়ে ওই বাড়িতেই থাকতাম আমি । জীবিত থাকাকালীন আমার নামে সমস্ত সম্পত্তি থাকবে বলে ছোট ছেলে একটি কাগজে লিখিত পড়িত করে নেয় ।" বৃদ্ধার অভিযোগ, পরবর্তীকালে তিনি জানতে পারেন ছোট ছেলে বাড়ি ও সমস্ত সম্পত্তি তাঁর নিজের নামে লিখে নিয়েছেন । এরপরই বিভিন্ন কারণে-অকারণে বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করেন ছেলে ও বৌমা বলে অভিযোগ ।
বৃদ্ধার এও অভিযোগ, বহুবার তাঁকে শ্বাসরোধ করে মারারও চেষ্টা করা হয় । তাছাড়া ব্যাংকের অ্যাকাউন্টে থাকা টাকা ও সোনার গয়না বিভিন্ন সময় ব্যবসার নাম করে নিয়ে আর ফেরত দেননি তাঁর ছোট ছেলে । এর উপর বৃদ্ধাকে আলাদা থাকতে বাধ্য করেন তিনি ৷ এরপরেই আলাদা হয়ে বিধবা ভাতার টাকা দিয়ে কোনওক্রমে দুমুঠো খেয়ে পড়ে দিন কাটাচ্ছেন বৃদ্ধা । শেষে ছেলে ও বৌমার নামে মারধরের অভিযোগ নিয়ে থানার পাশাপাশি আদালতের দ্বারস্থ হলেন মিনতি । তিনি দাবি করেন, তাঁর ব্যায়ভারের খরচ ছেলেকে দিতে হবে এবং এরই সঙ্গে তাঁর স্বামীর সম্পত্তি তাঁকে ফিরিয়ে দিতে হবে ।
আরও পড়ুন:সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে পিটিয়ে খুনের অভিযোগ, পলাতক ছেলে ও বৌমা
বৃদ্ধার আইনজীবী সমরেশ চক্রবর্তী বলেন, "কয়েকদিন আগে ওই বৃদ্ধা কাঁদতে কাঁদতে আমার কাছে আসে ৷ তিনি গোটা ঘটনাটা আমাকে খুলে বলেন ৷ তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন । মেদিনীপুর আদালতে মামলা করা হয়েছে ৷ তাঁর সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হব । যাতে ওই বৃদ্ধা তাঁর স্বামীর যাবতীয় সম্পত্তি ফিরে পায় এরই আবেদন করা হবে । এরই সঙ্গে তাঁর ছেলে এবং বৌমার শাস্তিরও দাবি জানানো হবে ৷"