ঘাটাল, 5 জুলাই: বিদ্যাসাগরের নিজের হাতে তৈরি বীরসিংহ গ্রামে ভগবতী বিদ্যালয়ের পুরনো মাটির ছাত্রাবাস ভেঙে পড়ল হঠাৎই । যদিও এটিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরিটেজ হিসেবে ঘোষণা করেছেন অনেক আগেই (old hostel of Bhagabati Vidyalaya collapsed) । পিডব্লুডি দ্বারা তা সংরক্ষণের কাজ চলাকালীন তখনই ভেঙে পড়ে একটি অংশ । স্কুল কর্তৃপক্ষ থেকে শাসকদল ও আধিকারিকরা জানালেন তারা কিছুই জানেন না এই স্কুলের সংস্কার সম্বন্ধে ।
সোমবার বিকেল নাগাদ ভেঙে পড়ে সংস্কাররত বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের পুরনো মাটির ছাত্রাবাস । স্থানীয় বাসিন্দা সুব্রত ঘোষ জানান, 150 বছরেরও বেশি এই প্রাচীন এই ছাত্রাবাস । প্রথমদিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ হিসাবেই ব্যবহার হত । পরবর্তীকালে বর্তমান বিদ্যালয়ের উত্তর-দক্ষিণ দিকে মাটির ঘরে ক্লাস শুরু হলে এখানে অফিসের কাজ শুরু হয় । তারপরে এটি পুরোপুরি ছাত্রাবাস হিসাবেই ব্যবহার হয়ে এসেছে ।
ছাত্রাবাসের নতুন বিল্ডিং নির্মিত হওয়ায় এবং ছাত্রাবাসের ছাত্র কমে যাওয়ার ফলে এই মাটির বাড়ি দুটি দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়েছিল । সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালে বীরসিংহ গ্রামে বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীর সূচনা করে এই মাটির বাড়ি দুটিকে হেরিটেজ বিল্ডিং ঘোষণা করেন । সেই ঘোষণা অনুযায়ী দীর্ঘ একবছরেরও বেশি সময় ধরে সংস্কারের কাজ চলছিল । তারই মধ্যে এই ঘটনা ঘটে ।