পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নতুন ব্রিজ তৈরিতে ঢিলেমি, চন্দ্রকোণায় বসে গেল পুরনো ব্রিজ - west Midnapore

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল-চন্দ্রকোণা রাজ্য সড়কে কেঠিয়া নদীর উপর পুরনো ব্রিজ বসে যাওয়ায় সমস্যায় পড়েছেন যানচালকরা । নতুন ব্রিজের কাজ শুরু হলেও তা কবে চালু হবে তা অনিশ্চিত । সবাই চাইছেন নতুন ব্রিজ তাড়াতাড়ি চালু হোক ।

chandrakona
চন্দ্রকোণায় দীর্ঘমেয়াদি ঢিলেমিতে নতুন ব্রিজ তৈরির আগেই বসে গেল পুরানো ব্রিজ

By

Published : Jun 27, 2021, 8:23 PM IST

চন্দ্রকোণা, 27 জুন : পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল-চন্দ্রকোণা রাজ্য সড়কে কেঠিয়া নদীর উপর ব্রিটিশ আমলে তৈরি কংক্রিটের ব্রিজ রয়েছে । রাজ্য সড়কের উপর গুরুত্বপূর্ণ ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার পণ্যবাহী ট্রাক চলাচল করে । কিন্তু হঠাৎই সেই ব্রিজ বসে যাওয়ায় সমস্যায় পড়েছেন চালক থেকে সাধারণ মানুষ সকলেই । নতুন ব্রিজের কাজ শুরু হলেও তা কবে চালু হবে তা অনিশ্চিত । সবাই চাইছেন নতুন ব্রিজ তাড়াতাড়ি চালু হোক । গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের উপর পুরনো সেতুর অবস্থা শোচনীয় । তাই বন্ধ করা পণ্যবাহী ট্রাক চলাচল । নতুন ব্রিজ তৈরিতেও ঢিলেমির অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে । প্রশাসন সূত্রে খবর, পূর্ত দফতরের আধিকারিকরা এসে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার পরেই নতুন ব্রিজ চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।

শনিবার রাতে হঠাৎই কেঠিয়া নদীর উপর ব্রিজের একাংশের লোহার পিলার বসে যায় । আর এতেই প্রশাসন নড়েচড়ে বসে । দ্রুত পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের উদ্যোগে বন্ধ করে দেওয়া হয় পণ্যবাহী ট্রাক চলাচল । পণ্যবাহী ট্রাকগুলিকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হচ্ছে । এই রাস্তা দিয়ে যাতায়াত করে উত্তর ও দক্ষিণবঙ্গ সহ পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যের একাধিক পণ্যবাহী ট্রাক । পূর্ত দফতরের আধিকারিকরা এসে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার পরেই যাতায়াতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ।

চন্দ্রকোণায় নতুন ব্রিজ তৈরির আগেই বসে গেল পুরনো ব্রিজ

আরও পড়ুন: রেলগেট বন্ধ, যানজটে আটকে থাকা গাড়িতেই সন্তান প্রসব মহিলার

নতুন ব্রিজ তৈরিকে ঘিরেও দেখা গিয়েছে ক্ষোভ । স্থানীয় মানুষের দাবি, দীর্ঘ চার বছর ধরে খুব ধীর গতিতে নতুন ব্রিজ তৈরির কাজ করছে ঠিকাদারি সংস্থা । পুরানো ব্রিজে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষও । স্থানীয়দের বক্তব্য, নির্মাণকারী সংস্থা নতুন ব্রিজ তৈরিতে ঢিলেমি না দিলে আজকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হত না । যদিও খবর পেয়ে রবিবার পূর্ত দফতরের ইঞ্জিনিয়ার সহ আধিকারিকরা নতুন ব্রিজ তৈরির কাজ পরিদর্শন করেন । চার বছর ধরে কাজ চললেও নতুন ব্রিজ এখনও কেন তৈরি হল না, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে ।

ABOUT THE AUTHOR

...view details