পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের নিয়ে রাজ্য দখল বিজেপির দিবাস্বপ্ন, তোপ সুশান্তর

প্রায় নয় বছর পর কোর্টের কয়েকটি শর্তাবলী মেনে নিজের জায়গায় ফিরেছেন সুশান্ত ঘোষ । আজ সেখানেই একটি মিছিলের আয়োজন করেন । মিছিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নেতাই প্রসঙ্গ থেকে রাজ্যে তৃণমূল ও বিজেপির ভবিষ্যৎ ও কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন ।

Sushanta Ghosh
সুশান্ত ঘোষ

By

Published : Jan 7, 2021, 5:04 PM IST

Updated : Jan 7, 2021, 6:00 PM IST

চন্দ্রকোনা, 7 জানুয়ারি : দীর্ঘদিন পর চন্দ্রকোনা রোডে মিছিল করলেন সিপিএম নেতা ও প্রাক্তন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুশান্ত ঘোষ । মিছিলের পর সাংবাদিকদের জানান, তিনি একটি বই লিখেছেন যাতে উল্লেখ করেছেন সিপিএম-র বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য এই নেতাই আন্দোলন পরিকল্পনা করেছিল তৃণমূল । তৃণমূলের সেই দুর্নীতিগ্রস্ত নেতারা বিজেপিতে গিয়ে রাজ্য দখলের দিবা স্বপ্ন দেখছেন । কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে ও কৃষকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আজ চন্দ্রোকোনা রোডে মিছিল করেন সুশান্ত ঘোষ । প্রায় নয় বছর পর কোর্টের কয়েকটি শর্তাবলী মেনে বাম নেতা সুশান্ত ঘোষ তাঁর নিজ ভূমিতে ফিরেছেন । ফেরার পরই তিনি রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়েছেন ।


সাংবাদিকদের নেতাই আন্দোলনের প্রশ্নে সুশান্তবাবু বলেন, "একটি বই লিখেছি । এই বইয়ে সমস্ত ঘটনার উল্লেখ রয়েছে । কীভাবে নেতাইয়ের ঘটনা ঘটেছিল এবং এই ঘটনার পিছনে কারা দায়ী । সমস্তটাই রয়েছে ।" যেহেতু তাঁর মামলা এখনও কোর্টের এক্তিয়ারভুক্ত এবং কোর্টের কিছু নির্দেশ রয়েছে, তাই সব কথা বলা যায় না । তাই যতটা সম্ভব বইয়ে লেখা রয়েছে । জানিয়েছেন, নেতাইয়ের ঘটনা সিপিএম-এর বিরুদ্ধে কুৎসা রটানোর জন্য তৃণমূলের তরফে পরিকল্পনা করা হয়েছিল ।

বিজেপি-র প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূলকে অবলম্বন করেই বিজেপি পা রাখার জায়গা পেয়েছে । তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা বিজেপিতে যোগ দিয়েছেন । তাঁরা বিজেপির রাজ্য দখলের দিবাস্বপ্ন দেখছেন । মানুষ ঠিক করে নিয়েছে রাজ্যে তৃণমূলকে আর আনবে না । তবে তাদের অবলম্বন করে গড়ে ওঠা সাম্প্রদায়িক বিজেপিকেও ছুঁড়ে ফেলে দেবে । এই বিজেপির 18 জন সাংসদের মধ্যে 14 জনই তৃণমূলের । তাঁদের গায়ে দুর্নীতি জড়িয়ে আছে । তাছাড়া বিজেপি কোটি কোটি টাকা খরচ করে বাইরের জেলা থেকে লোক আনছে । সভা করছে । মিডিয়াকে টাকা দিয়ে কিনে প্রচার করছে । এটা বেশিদিন টিকবে না । "

আরও পড়ুন, জঙ্গলমহলের লোকের সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক : শুভেন্দু

এছাড়া কৃষকদের আন্দোলন নিয়ে তিনি বলেন, "চাষিরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না । আলুর দাম না পেয়ে চাষিরা আত্মহত্যা করছেন । পঞ্জাবে কৃষকরা যে আন্দোলন করেছেন তা 40 দিন অতিক্রান্ত । আমরা তাঁদের সমর্থন জানাচ্ছি ।"

Last Updated : Jan 7, 2021, 6:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details