মেদিনীপুর ৭ই মার্চ : অতিমারিতে কেড়েছে জীবন, কেড়েছে ব্যবসা-বাণিজ্য ৷ এইসব অতিক্রম করে অবশেষে জীবনের বড় পরীক্ষায় বসল রাজ্যের সঙ্গে জঙ্গলমহলের প্রায় 59,000 জন পরীক্ষার্থী। এবারে সেন্টারের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে কোভিড বিধিকে মাথায় রেখে।
মূলত অতিমারির আতঙ্ক কাটিয়ে জঙ্গলমহলের ছাত্র-ছাত্রীরা বসল মাধ্যমিক পরীক্ষায়। প্রতিটি জেলাতেই এবার পরীক্ষাকেন্দ্রের সংখ্যা প্রায় দ্বিগুণ করা হয়েছে। হোম সেন্টারে হচ্ছে না পরীক্ষা। সমস্ত ধরনের স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা দ্বিগুণের থেকেও বেশি বেড়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় (Number of madhyamik Examinees Increase In jungle Mahal)। ২০২০ সালে ছিল- ১২৪টি, এবার তা হয়েছে ২৫৭টি। পশ্চিম মেদিনীপুর জেলায় এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা হল, ৫৮,৯২৩। এইদিন সকাল ১১ টা ৪৫ মিনিটে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। প্রথম ১৫ মিনিট অবশ্য প্রশ্ন পড়ার জন্য দেওয়া হচ্ছে। পরীক্ষা শেষ হয় বিকেল ৩টায়।