পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে কমেছে দুর্ঘটনা : পশ্চিম মেদিনীপুরের  DIG

সেফ ড্রাইভ সেভ লাইফ এই বছর চতুর্থবর্ষে পড়ল । প্রতিবছরের মতো পশ্চিম মেদিনীপুরের সমস্ত থানায় অনুষ্ঠান হয় । পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার দপ্তরে আনুষ্ঠানিকভাবে পালন করা হয় । DIG ভি সলমন বলেন, জেলায় দুর্ঘটনা কমেছে ।

mdn
mdn

By

Published : Jul 8, 2020, 6:49 PM IST

মেদিনীপুর, 8 জুলাই : সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে জেলায় কমেছে দুর্ঘটনা । আজ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে এই কথা জানানো হয় । মেদিনীপুর পুলিশ সুপারের দপ্তরে আজ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । পথ নাটিকা ও ট্যাবলোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন DIG ভি সলমন এবং পুলিশ সুপার দীনেশ কুমার ।

সেফ ড্রাইভ সেভ লাইফ এই বছর চতুর্থ বর্ষে পড়ল । প্রতি বছরের মতো পশ্চিম মেদিনীপুরের সমস্ত থানায় অনুষ্ঠান হয় । পশ্চিম মেদিনীপুর পুলিশ সুপার দপ্তরে আনুষ্ঠানিকভাবে পালন করা হয় । উপস্থিত ছিলেন DIG,পুলিশ সুপার সহ বিশিষ্ট আধিকারিক বৃন্দ । এই অনুষ্ঠানে একটি পথনাটিকার মাধ্যমেও হেলমেট না পরার জন্য দুর্ঘটনার মতো বিষয় তুলে ধরা হয় । এছাড়াও একটি ট্যাবলো মেদিনীপুর শহর পরিক্রমা করে ।

পুলিশ আধিকারিকের উদ্যোগে পতাকা উত্তোলন করে সূচনার পর বক্তব্য রাখেন ভি সলমান । বলেন, "কন্যাশ্রী প্রকল্পের মতোই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি বিশ্বের দরবারে সুনাম অর্জন করবে । আমরা আগের থেকে অনেক দুর্ঘটনা কমিয়ে ফেলেছি । আমাদের আরও সতর্ক ও সচেতন হতে হবে । যেইভাবে বাড়িতে চলাফেরা করি সেইভাবে রাস্তাঘাটে চলাফেরা করা যাবে না । কোরোনার জন্য মানুষের আর্থিক অবস্থাও স্থিতিশীল নয় । সেইদিকটাও আমাদের খেয়াল করতে হবে । তাই সেফ ড্রাইভ সেভ লাইফে মানুষকে বেশি সচেতন করতে হবে ।"

পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, "সেফ ড্রাইভ সেভ লাইফ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কর্মসূচি । আজ চতুর্থ বর্ষে পড়ল । অনেকটাই দুর্ঘটনা কমেছে । বিগত বছরের দুর্ঘটনার সংখ্যা ছিল 2021 । এইবার মাত্র দুর্ঘটনার সংখ্যা 260 টি । বিভিন্ন মোড়ে CCTV ক্যামেরা বসিয়েছি । গাড়ি দুর্ঘটনা এড়াতে 71 টি বাম্পার করা হয়েছে । মোট 12 লাখ টাকা আমরা ট্রাফিকে ফাইন করেছি । এছাড়াও আমরা এই দুর্ঘটনা থেকে মানুষকে বাঁচাতে সেফ ড্রাইভ সেভ লাইফের কর্মসূচি বিভিন্ন জায়গায় পালিত করছি ।"এই দিন ট্রাফিক পুলিশদের হাতে ছাতা, মাস্ক এবং রেনকোট তুলে দেন পুলিশের আধিকারিকরা ।

ABOUT THE AUTHOR

...view details