দাসপুর, 23 সেপ্টেম্বর : চোলাইমদ বিক্রি বন্ধ করতে এবার পথে নামল পশ্চিম মেদিনীপুর এলাকার দাসপুরের বালকরাউত গ্রামের মদ হটাও মঞ্চ (Stop Illegal Hooch Sell) ৷ এলাকায় চোলাই মদ বিক্রির রমরামা বন্ধ করতেই এই বিজ্ঞপ্তি ৷ এমনকী জরিমানা উল্লেখ করা সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি ছিঁড়লেও 5001 টাকা জরিমানা দিতে হবে অভিযুক্তকে ৷ নজিরবিহীন এই বিজ্ঞপ্তি ঘিরে চাঞ্চল্য সংশ্লিষ্ট এলাকায়। উল্লেখ্য গ্রামে চোলাই মদ বিক্রি বন্ধ করতেই গ্রামবাসীরা মদ হটাও মঞ্চ তৈরি করেছেন ৷
বালকরাউত গ্রামে প্রবেশ করলেই দেখতে পাওয়া যাবে গ্রামের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় চোলাইয়ের বিরুদ্ধে বিজ্ঞপ্তি জারি করে ফ্লেক্স লাগানো হয়েছে । তাতে লেখা রয়েছে জনসাধারণকে জানানো যাইতেছে, যে প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার 500 মিটারের মধ্যে মদ বিক্রি করলে বিক্রেতাকে 10001 টাকা, ক্রেতাকে 5001 টাকা জরিমানা করা হবে । এমনকী কেউ যদি ব্যানার ছিঁড়ে ফেলে তাহলে তারও 5001 টাকা জরিমানা করা হবে ৷ এই বিজ্ঞপ্তির শেষে লেখা নির্দেশ অনুসারে বালকরাউত মদ হটাও মঞ্চ।