শালবনি, 31 অগস্ট:সম্প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর (Srikanta Mahata) একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল রাজ্য জুড়ে । আর সেই ভিডিয়োতে (Viral Video) খোদ মন্ত্রীকে বলতে দেখা গিয়েছে, নিজেদের বিধায়ক ও মন্ত্রীদের প্রতি দুর্নীতির অভিযোগের কথা (Minister explosive comments) । এই ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি । তবে এই ঘটনার পরই মনে হয় সতর্ক হলেন মন্ত্রী । তেমনটাই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের একাংশের তরফে ৷ শ্রীকান্তর বাড়ির দরজায় লাগানো হল সতর্কবার্তা । যাতে লেখা রয়েছে 'মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ' (Notice of entry ban with mobile phones) ।
সরষের মধ্যেই থাকতে পারে ভূত ৷ বেফাঁস মন্তব্য নিমেষে করে দিতে পারে ভাইরাল ৷ তাই কি সাবধানী হলেন শ্রীকান্ত ? এমন অনেক প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে ৷ তবে এবার মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর সঙ্গে সাক্ষাৎ করতে হলে, মোবাইল ছাড়াই করতে হবে । অন্তত তাঁর বাসভবন সংলগ্ন অফিসে প্রবেশের আগের দরজায় নীল কালিতে লেখা সাদা কাগজের ওপর 'সতর্কবার্তা' সেই ইঙ্গিতই দিচ্ছে ।
আর এই ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায় । তবে এ নিয়ে মন্তব্য করতে চাননি মন্ত্রী শ্রীকান্ত মাহাতো । মঙ্গলবার দিনভর সাংবাদিকদের ফোন কেটে দিয়েছেন তিনি । সন্ধ্যা নাগাদ বলেন, "আমি বাইরে আছি, খোঁজ নিয়ে দেখছি কোনও কর্মী কিছু দরজায় লাগিয়েছেন কি না ।" তবে তাঁর অফিসের কর্মীরা অবশ্য ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন ।