ঘাটাল, 14 এপ্রিল:পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উদ্ধার হওয়া 'সুইসাইড নোট'-এর বয়ান শুনে চোখে জল প্রতিবেশীদের ৷ কারণ, সেই 'সুইসাইড নোট'-এ দম্পতির মৃত্যুর কারণ যেমন উল্লেখ করা হয়েছে, তেমনই লেখা হয়েছে জ্যাংগোর কথা ! জ্য়াংগো আসলে একটি সারমেয় ৷ বয়স 9 বছর ৷ শান্ত স্বভাবের এই গোল্ডেন রিট্রিভারটি বড়ই প্রিয় ছিল দেবাশিস ও জলির ৷ ঘোষ দম্পতির কাছে সে ছিল সন্তানসম ৷ তাই হয়তো জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাঁরা তার কথা ভেবে গিয়েছেন ৷ প্রিয় পোষ্যের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়েছেন ৷ যদিও এই দম্পতির মৃত্যুর কারণ নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও কথা বলেনি ঘাটাল থানার পুলিশ ৷
উল্লেখ্য, শুক্রবার সকালে ঘাটালের একটি বাড়ি থেকে উদ্ধার হয় দেবাশিস ঘোষ ও তাঁর স্ত্রী জলি ঘোষের ঝুলন্ত দেহ ৷ তাঁরা ওই বাড়িতে ভাড়া থাকতেন ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দেনার দায়ে আত্মঘাতী হয়েছেন এই দম্পতি ৷ তাঁদের ঘরে একটি চিঠি পাওয়া গিয়েছে ৷ সেটি দেবাশিসের লেখা 'সুইসাইড নোট' বলে মনে করা হচ্ছে ৷ সেই চিঠিতে জ্যাংগোর কথাও লিখেছেন তিনি ৷ জানিয়েছেন, জ্য়াংগোকে তাঁরা ভীষণ ভালোবাসেন ৷ কিন্তু, আর তাঁরা তার দেখভাল করতে পারবেন না ৷ কারণ, তাঁরা চিরকালের মতো তাকে ছেড়ে চলে যাচ্ছেন !