চন্দ্রকোনা, 6 জুলাই : দীর্ঘ দিন ধরে থানার ঘর নিয়ে সমস্যায় ভুগছিল চন্দ্রকোণা ৷ ঘরের ভিতরে জল পড়ত ৷ তাছাড়া কোরোনার সংক্রমণ এড়াতে আলাদা আলাদা বসার জায়গাও ছিল না ৷ রাতে ডিউটি করতে প্রায় সময় অসুবিধায় পড়তে হত পুলিশকর্মীদের ৷ এই অবস্থা থেকে মুক্তি দিতে চন্দ্রকোণা থানার সংস্কার করা হল ৷ থানার উদ্বোধন করলেন পুলিশ সুপার দীনেশ কুমার ৷
নবনির্মিত চন্দ্রকোণা থানার ভবনের দ্বারোদঘাটন - চন্দ্রকোনা
চন্দ্রকোণা থানার নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করেন দীনেশ কুমার । বহু পুরানো চন্দ্রকোনা থানার ভবনটিকে ভেঙে নতুন করে বানানো হয় ৷
সোমবার বিকেলে চন্দ্রকোণা থানার নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করেন দীনেশ কুমার । বহু পুরানো এই থানার ভবনটিকে ভেঙে নতুন করে বানানো হয় ৷ জেলা পুলিশের সহায়তায় চন্দ্রকোণা থানার বর্তমান ভারপ্রাপ্ত আধিকারিক প্রশান্ত পাঠকের তত্ত্বাবধানে গড়ে উঠে চন্দ্রকোণা থানার নবনির্মিত ভবনটি । সোমবার নবনির্মিত থানার আনুষ্ঠানিক দ্বারোদঘাটন হয় । জেলা পুলিশ সুপার দীনেশ কুমারের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমার বিভিন্ন থানার আধিকারিকরা ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ৷
ভবন নিয়ে দীর্ঘ দিন ধরে সমস্যায় ভুগছিল চন্দ্রকোণা থানা ৷ জেলার প্রচুর মানুষ প্রতিদিন তাদের সমস্যা নিয়ে এখানে আসে ৷ এছাড়া আছেন পুলিশকর্মীরাও ৷ কোরোনা সংক্রমণের জন্য আলাদা আলাদাভাবে ডিসটেন সামাজিক দূরত্ব মেনে থাকতে থাকতে হয় ৷ পাশাপাশি এই বর্ষাকালে থানার ভিতরে জল পড়তে থাকে ৷ তাতে কাজের অসুবিধা হয় পুলিশকর্মীদের ৷ এক পুলিশ আধিকারিকের কথায় এই থানায় প্রচুর সমস্যা হচ্ছিল ৷ কাজ করতে গিয়ে মাথার ছাদ দিয়ে জলও পড়ত ৷’’