পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Paschim Medinipur Zilla Parishad: তৃতীয়বার জেলা পরিষদ তৃণমূলের দখলে, উত্তরার বদলে নতুন সভাধিপতি প্রতিভারানি

তৃতীয়বার পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদ থাকল তৃণমূলের দখলেই ৷ উত্তরা সিং হাজরাকে সরিয়ে নতুন জেলা সভাধিপতি হলেন প্রতিভারানি মাইতি ৷ সহ-সভাধিপতি পদে বহাল রইলেন অজিত মাইতিই ।

Paschim Medinipur Zilla Parishad
শ্চিম মেদিনীপুরের জেলা পরিষদ

By

Published : Aug 14, 2023, 3:32 PM IST

উত্তরার বদলে নতুন সভাধিপতি প্রতিভারানি

মেদিনীপুর, 14 অগস্ট:বিরোধীদের কোনঠাসা করে তৃতীয়বারের জন্য পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদ দখল করল তৃণমূল । জেলা পরিষদের 60টি আসন ৷ সবকটি আসন গেল শাসকদলের দখলে ৷ এর ফলে নিরঙ্কুশভাবে তৃতীয়বারের জন্য জেলা পরিষদের ক্ষমতা থাকল ঘাসফুল শিবিরের হাতেই । মিছিলের পাশাপাশি মানুষের শুভেচ্ছা নিয়ে সোমবার নতুন জেলা সভাধিপতি হলেন প্রতিভারানি মাইতি ৷ সহ-সভাধিপতি পদে শপথ নিলেন অজিত মাইতি । দু'জনেই জানালেন, হাতে হাত রেখে সবাইকে নিয়ে জেলা পরিষদের উন্নয়নের চেষ্টা করবেন ।

এ দিন শপথ গ্রহণ করে জেলা পরিষদে উপস্থিত হন নতুন জেলা সভাধিপতি । তাঁকে শুভেচ্ছা জানান মন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া, বিধায়ক দিনেন রায়, তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা-সহ জেলা পরিষদের কর্মীরা । নতুন জেলা সভাধিপতি চেয়ারে বসার পরেই আশ্বাস দেন মানুষের জন্য কাজ করার ।

প্রতিভারানি মাইতি বলেন, "আমি এর আগে কর্মাধক্ষ হিসেবে কাজ করেছি । এবারে দল আমার উপর ভরসা রেখেছে । তাই সবাইকে নিয়ে জেলা পরিষদের শ্রীবৃদ্ধি করার জন্যই কাজ করব । এরই সঙ্গে মানুষের অভাব অভিযোগ শোনার পাশাপাশি সরকারি প্রকল্পগুলির রূপায়ণ করার চেষ্টা করব ।"

জেলা সহ-সভাধিপতি অজিত মাইতির বক্তব্য, "এবারের উত্তরার জায়গায় নতুন জেলা সভাধিপতি হয়েছেন প্রতিভারানি মাইতি । আমরা প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রেখে নতুন কাজ করার চেষ্টা করব । এরই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী এবং সরকারি প্রকল্পগুলি সার্বজনীন করে তোলার চেষ্টা করব ।"

2011 সালে রাজ্যে পালা বদলের পরেই লাল দুর্গ নামে পরিচিত পশ্চিম মেদিনীপুর দখল করে তৃণমূল । 2013 সালে প্রথমবার, এরপর 2018 সালে দ্বিতীয়বারের জন্য এবং সম্প্রতি 2023 সালে জেলা পরিষদে বিপুল ভোটে জয়ী হয়ে তৃতীয়বারের জন্য সেটি নিজেদের দখলে রাখল শাসকদল তৃণমূল । নির্দিষ্ট নির্ঘণ্ট মেনে সভাধিপতি এবং সহ-সভাপতি সঙ্গে 60টি সদস্য নিয়ে জেলা পরিষদের পথ চলা শুরু হল আজ ।

এ দিন জেলা পরিষদের সদস্যদের নিয়ে তৃণমূল একটি বর্ণাঢ্য মিছিল বার করে তৃণমূল । সেই মিছিল শহিদ ক্ষুদিরাম পরিকল্পনা ভবনে এসে পৌঁছয় । সেখানেই 60 জন সদস্য জেলা সভাধিপতি এবং সহ-সভাধিপতিকে সম্মান জানান । কারণ দলগত নির্দেশ রবিবারই চলে এসেছিল এবং দলের নির্দেশ মতো পুরানো জেলা সভাধিপতি উত্তরা সিং হাজরাকে সরিয়ে ওই পদে এলেন প্রতিভারানি মাইতি । তবে সহ-সভাপতির ক্ষেত্রে প্রাক্তনের ওপরই আস্থা রেখেছে দল । দ্বিতীয়বারের জন্য জেলা সহ-সভাধিপতি হিসেবে মনোনীত হয়েছেন অজিত মাইতিই ।

আরও পড়ুন:উপপ্রধান তালিকায় নাম নেই ! পঞ্চায়েত বোর্ড গঠন করতে দিল না তৃণমূলের প্রাক্তন প্রধান

দ্বিতীয়বার জেলা পরিষদ দখলের পর উত্তরা সিং হাজরাকে জেলা সভাধিপতি করা হয়েছিল । তবে পরবর্তীকালে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে । যার জেরেই দলের কাছে তাঁর ভাবমূর্তি নষ্ট হয় বলে সূত্রের দাবি । তাই তৃতীয়বার ক্ষমতা দখলের পর নতুন জেলা সভাধিপতি হিসাবে মনোনীত হলেন প্রতিভারানি মাইতি ৷

ABOUT THE AUTHOR

...view details