মেদিনীপুর, 14 অগস্ট:বিরোধীদের কোনঠাসা করে তৃতীয়বারের জন্য পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদ দখল করল তৃণমূল । জেলা পরিষদের 60টি আসন ৷ সবকটি আসন গেল শাসকদলের দখলে ৷ এর ফলে নিরঙ্কুশভাবে তৃতীয়বারের জন্য জেলা পরিষদের ক্ষমতা থাকল ঘাসফুল শিবিরের হাতেই । মিছিলের পাশাপাশি মানুষের শুভেচ্ছা নিয়ে সোমবার নতুন জেলা সভাধিপতি হলেন প্রতিভারানি মাইতি ৷ সহ-সভাধিপতি পদে শপথ নিলেন অজিত মাইতি । দু'জনেই জানালেন, হাতে হাত রেখে সবাইকে নিয়ে জেলা পরিষদের উন্নয়নের চেষ্টা করবেন ।
এ দিন শপথ গ্রহণ করে জেলা পরিষদে উপস্থিত হন নতুন জেলা সভাধিপতি । তাঁকে শুভেচ্ছা জানান মন্ত্রী মানসরঞ্জন ভূঁইয়া, বিধায়ক দিনেন রায়, তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা-সহ জেলা পরিষদের কর্মীরা । নতুন জেলা সভাধিপতি চেয়ারে বসার পরেই আশ্বাস দেন মানুষের জন্য কাজ করার ।
প্রতিভারানি মাইতি বলেন, "আমি এর আগে কর্মাধক্ষ হিসেবে কাজ করেছি । এবারে দল আমার উপর ভরসা রেখেছে । তাই সবাইকে নিয়ে জেলা পরিষদের শ্রীবৃদ্ধি করার জন্যই কাজ করব । এরই সঙ্গে মানুষের অভাব অভিযোগ শোনার পাশাপাশি সরকারি প্রকল্পগুলির রূপায়ণ করার চেষ্টা করব ।"
জেলা সহ-সভাধিপতি অজিত মাইতির বক্তব্য, "এবারের উত্তরার জায়গায় নতুন জেলা সভাধিপতি হয়েছেন প্রতিভারানি মাইতি । আমরা প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রেখে নতুন কাজ করার চেষ্টা করব । এরই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী এবং সরকারি প্রকল্পগুলি সার্বজনীন করে তোলার চেষ্টা করব ।"