পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Paray Paray Samadhan : পাড়ায় পাড়ায় সংযোগ সমাধান প্রকল্পে এগিয়ে এল প্রশাসন - Paray Paray Samadhan in Midnapore

পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প বাস্তবায়িত করতে এগিয়ে এল কোতোয়ালি থানা (Paray Paray Samadhan in Midnapore)। মেদিনীপুর শহরের টাউন স্কুলে বসল সংযোগ সমাধানের জন্য় পুলিশের ক্যাম্প । যেখানে আট থেকে আশির সকল শ্রেণির মানুষের সমস্যার কথা শুনলেন পুলিশ আধিকারিকরা ।

Paray Paray Samadhan news
পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প

By

Published : May 12, 2022, 10:06 PM IST

মেদিনীপুর, 12 মে : পাড়ার সমাধানে ভাল ফল লাভ করার পর এবার সংযোগ সমাধানে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর এই নির্দেশ মোতাবেক "পাড়ায় পাড়ায় সমাধান"-এ এগিয়ে এল কোতোয়ালি থানা (Paray Paray Samadhan in Midnapore) । এদিন মেদিনীপুর শহরের টাউন স্কুলে বসল এই সংযোগ সমাধানের পুলিশের ক্যাম্প । যেখানে আট থেকে আশির সমস্যা শুনলেন পুলিশ আধিকারিকরা ।

এবার পুলিশের উপর নির্ভর করে ভোটের বৈতরণী পার হতে চাইছে রাজ্য সরকার ৷ প্রসঙ্গক্রমে বলা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় দফায় একের পর এক কর্মসূচি গ্রহণ করে চলছেন, যার মধ্যে বেশিরভাগই রয়েছে জনকল্যাণমুখী । তবে এ ক্ষেত্রে সরকারি আধিকারিকদের পাশাপাশি এবার তিনি পুলিশকে ব্যবহার করে সংযোগ সমাধানে নেমে পড়লেন সারা রাজ্যের সঙ্গে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে । মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই পাড়ায় পাড়ায় সমাধানের জন্য় এবার হাজির হল প্রশাসন ।

আরও পড়ুন :Mamata Banerjee : আগামিদিনে রাজ্যে হতে পারে 46টি জেলা, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের খোদ মেদিনীপুর শহরের বল্লভপুর এলাকায় একটি স্কুলে সংযোগ সমাধান করতে ক্যাম্প করল কোতোয়ালি থানা । এখান থেকে এলাকার মানুষের যাবতীয় সমস্যার সমাধানের জন্য যেমন অভিযোগ নেওয়া হচ্ছে তেমনই সমাধানের জন্য চেষ্টা করছেন পুলিশের পদস্থ আধিকারিকরা । এলাকার পৌর সমস্যা, রেশন কার্ড হারিয়ে গেলে তার সমস্যা, এলাকায় প্রতিবেশীর সঙ্গে গন্ডগোল এছাড়াও মানুষের বিভিন্ন ধরনের সমস্যার সমাধানে এগিয়ে এল প্রশাসন । মহিলাদের অভিযোগ নেওয়ার জন্য রাখা হয়েছে মহিলা কনস্টেবল । এছাড়া পৌর সমস্যার সমাধানও রাখা হয়েছে পুরকর্মীদের । আর এই সমাধানের জন্য হাজির হয়েছেন শহরের ওয়ার্ডের বহু মানুষ । মূলত যারা থানায় যেতে ভয় পান, যারা থানায় গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন সেই সব মানুষরাই পাড়ার সংযোগ সমাধানে হাতের কাছে পুলিশকে পেয়ে সহজেই অভিযোগ করতে এগিয়ে এলেন মেদিনীপুরের এই স্কুলের ক্যাম্পে । এই ক্যাম্প চলবে প্রতিটা ওয়ার্ডের বিভিন্ন স্কুলে ।

পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প বাস্তবায়িত করতে এগিয়ে এল কোতোয়ালি থানা

এক পুলিশ আধিকারিকের মতে, যেসব সমস্যা মূলত কোথাও জানিয়ে কোনও সমাধান হয়নি বা যেসব বয়স্ক মানুষ বাড়ি থেকে থানায় যেতে পারেন না, যাঁদের পকেটে টাকা থাকে না, সেসব মানুষরা অতি সহজে তাঁর বাড়ির কাছে এই সমস্যা বলতে পারবেন ৷ অভিযোগ লিপিবদ্ধ করতে পারবেন এবং সমাধান হবে সঙ্গে সঙ্গে ।

ABOUT THE AUTHOR

...view details