পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Covid surge in West Midnapore : মেদিনীপুর মেডিক্যালে কোভিড আক্রান্ত প্রায় 100

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (Midnapore Medical College and Hospital) করোনার প্রকোপ ৷ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে কোভিডে আক্রান্ত (Covid Positive) প্রায় 100 জন ৷ গোটা জেলায় আক্রান্তে সংখ্যা (Covid surge in West Midnapore) 500 পেরিয়েছে ৷ চিন্তা বাড়ছে সংশ্লিষ্ট মহলের ৷

near 100 doctors, nurse and health workers tested covid positive in midnapore medical college and hospital
Covid surge in West Midnapore : মেদিনীপুর মেডিক্যালে কোভিড আক্রান্ত প্রায় 100

By

Published : Jan 15, 2022, 7:51 PM IST

মেদিনীপুর, 15 জানুয়ারি : মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের (Midnapore Medical College and Hospital) চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে প্রায় 100 জন করোনা আক্রান্ত (Covid Positive) ৷ অন্যদিকে, গোটা পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই 500 পেরিয়ে গিয়েছে (Covid surge in West Midnapore) ৷ এই পরিসংখ্যান উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসক মহলের ৷

আরও পড়ুন :Municipal Election 2022 : ‘ব্যক্তিগত মত’-এ সিলমোহর, ভোট পিছনোয় হাইকোর্ট ও কমিশনকে ধন্যবাদ জানালেন অভিষেক

মেডিক্যালের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু এই প্রসঙ্গে বলেন, ‘‘হাসপাতালের প্রায় 100 জন সদস্য করোনায় আক্রান্ত ৷’’ তবে তার জেরে এখনও পর্যন্ত হাসপাতালের চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়নি বলেই দাবি অধ্যক্ষের ৷ তিনি জানিয়েছেন, অধিকাংশ চিকিৎসকের হাসপাতালেই চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে ৷ বাদবাকি আক্রান্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বাড়িতে থাকার ব্যবস্থা করা হয়েছে ৷ নিয়মিত তাঁদের খোঁজ রাখা হচ্ছে ৷ তবে এখনও পর্যন্ত কোনও রোগীকেই রেফার করা হচ্ছে না ৷ অধ্যক্ষ জানিয়েছেন, শীতকালে বছরের অন্যান্য সময়ের তুলনায় রোগীর সংখ্যা কম থাকে ৷ তাই যতটা সম্ভব পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে ৷ তা না হলে রোগীরা যেমন বিপাকে পড়বেন, তেমনই অন্যান্য হাসপাতালের উপরেও চাপ বাড়বে ৷

আরও পড়ুন :COVID Restrictions In Bengal : বিয়ের অনুষ্ঠানে ছাড়, রাজ্যে কোভিড-বিধি বহাল 31 জানুয়ারি পর্যন্ত

অন্যদিকে আইএমএ সূত্রে খবর, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের তুলনায় এবার চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা অনেক বেশি আক্রান্ত হচ্ছেন ৷ তার প্রভাব কিছুটা হলেও পড়ছে হাসপাতালগুলির উপর ৷ প্রসঙ্গত, শুধুমাত্র মেদিনীপুর মেডিক্যাল নয়, ঘাটাল, ক্ষীরপাই, দাঁতন, কেশিয়াড়ি, খড়্গপুর-সহ বিভিন্ন এলাকার হাসপাতালগুলিতেও চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ এর ফলে আগামী দিনে জঙ্গলমহলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ৷

ABOUT THE AUTHOR

...view details